
ওঙ্কার ডেস্ক: মন্নতের বিদায়! শাহরুখ খান এবং তাঁর স্বপ্নের মন্নত। বাদশার জন্মদিন হোক বা সিনেমার রিলিজ থেকে ইদ, বান্দ্রার এই হেরিটেজ প্রাসাদের অচেনা নয় কারোর। হঠাৎ কি ঘটল যে সেই স্বাধের ঘর ছাড়ছেন কিং খান এবং তাঁর পরিবার। থাকবেন ভাড়া বাড়িতে। আচমকাই ঠিকানা বদলানোর সিদ্ধান্ত কেন বাদশার?
গত বছর খুনের হুমকি পান বলিউড বাদশা। তারপর থেকেই কিছুটা আড়াল নিয়েছেন অভিনেতা। গত জন্মদিনেও মন্নতের বারান্দায় দেখা যায়নি তাঁকে। নিরাপত্তার আশঙ্কা থেকেই কি তাহলে ঠিকানা বদলের সিদ্ধান্ত বলিউড সুপারস্টারের? না খবর তেমন নয়! জানা গেছে, ইতিমধ্যেই মুম্বই প্রশাসনের তরফে সেই ছাড়পত্র পেয়েছেন শাহরুখপত্নী। এবার স্বপ্নের বাংলো মন্নত ৬ থেকে ৮ তলা করার জন্যই পরিকল্পনা করেছেন তারকা দম্পতি। আর সেইজন্যই এবার সপরিবারে মুম্বই খর এলাকার এক বাংলোয় ভাড়া থাকবেন তাঁরা। যার ভাড়া জানলে চক্ষু চড়কগাছ হতে বাধ্য আমজনতার। জানা গেছে, মে মাস থেকে মন্নত সারাইয়ের কাজ শুরু হবে। আর সেজন্যই বাংলোয় চলে যাবেন শাহরুখ খান।
মুম্বইয়ের হেরিটেজ বিল্ডিং মন্নত তৈরি ১৯১৪ সালে। সেখানেই সপরিবারের সংসার সাজিয়েছেন শাহরুখ-গৌরী। মন্নতকে আট তলা করে গৃহসজ্জা বাড়াতে চাইছেন তাঁরা। যার খরচ হতে পারে আনুমানিক ২২৫ কোটি টাকা।