
ওঙ্কার ডেস্ক: বলিউডের অন্যতম হিট জুটি সিদ্ধার্থ-কিয়ারা। ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজকীয়ভাবে সাত পাকে বাঁধা পড়েন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণী। ইতিমধ্যেই একসাথে পার দু’বছরের দাম্পত্য। কিছুদিন আগেই ছিল তাদের অ্যানিভার্সারি। এবার এল দুই থেকে তিন হওয়ার সুখবর।
মা-বাবা হওয়ার সুখবর দিয়ে লিখেছেন, ‘জীবনের সবথেকে দামি উপহার।’ শুক্রবার সমাজমাধ্যমে সেই খবর দিলেন তারকা দম্পতি। সঙ্গে শেয়ার করেছেন ছোট্ট একজোড়া সাদা উলের মোজা। তারকা দম্পতির হাতে ধরা সেই মিষ্টি মোজা। সেই পোস্টের কমেন্ট বক্সে ভালোবাসা, শুভেচ্ছায় ভরিয়ে দিলেন বলিউডের সহকর্মীরা ও অনুরাগীরা। ফারহান আখতার, সঞ্জয় কাপুর, ইশান খট্টর থেকে শুরু করে অনেকেই সুখবরের জন্য সিদ্ধার্থ-কিয়ারাকে শুভেচ্ছা জানিয়েছেন। বাবা হওয়ার আনন্দে খুশিতে ডগমগ বলিউডের ‘শেরশাহ’ও। এর আগে জল্পনা শুরু হয়েছিল কিয়ারার পরনে এক পোশাক থেকে। তবে তখন সেটা ‘ভুয়ো খবর’ দাবি করে উড়িয়ে দেন অভিনেত্রী। এবার নিজেই জানালেন মা হওয়ার খবর।
ঘনিষ্ঠ আত্মীস্বজনদের সাক্ষী রেখে সাত পাকে বাঁধা পড়েছিলেন। বলিউডের এই তারকা দম্পতি অনুরাগীদেরও খুবই পছন্দের জুটি। অতঃপর তাঁদের মা-বাবা হওয়ার সুখবরেও যে তাঁরা শুভেচ্ছার জোয়ারে ভাসবেন, তা বলাই বাহুল্য।