
ওঙ্কার ডেস্কঃ অসুস্থ সোনু নিগম। এক অনুষ্ঠান মঞ্চে আচমকা অসুস্থ হয়ে পড়েন গায়ক। সমাজমাধ্যমে নিজেই জানিয়েছেন সেই ঘটনা। দেখা গেছে যন্ত্রণায় ছটফট করছেন তিনি । সোনু এও বলেন যে, এটা তাঁর জীবনের সবথেকে কষ্টকর দিন ছিল।
পুনেতে গানের শো ছিল সোনু নিগমের। অন্যদিনের মতোই গান করছিলেন তিনি। যে ভিডিও গায়ক শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে, গানের সঙ্গে নাচছেনও তিনি। আচমকাই তারপর যন্ত্রণায় ভেঙে পড়েন তিনি। তাঁর টিমের অন্যান্যরা গিয়ে তাঁকে মঞ্চ থেকে নামিয়ে আনেন। ঠিক ভাবে দাঁড়ানোর ক্ষমতাও ছিল না তাঁর! আপাতত শয্যাশায়ী সোনু। তবে সেখান থেকেই ভিডিও বার্তা দেন গায়ক।
সোনুর পোস্ট করা ভিডিয়ো থেকে বোঝা যাচ্ছে অসহ্য যন্ত্রণা হচ্ছিল তাঁর। গায়ক বলেন “মনে হচ্ছিল শিরদাঁড়ায় যেন সুচ বিঁধে রয়েছে। একটু নড়াচড়া করলে মনে হচ্ছে সেটা আরও গভীরে প্রবেশ করবে। যদিও দেবী সরস্বতীর কৃপায় আমি দিনটা উতরে যেতে পেরেছি।”
শোনা যাচ্ছে, অনুষ্ঠান শুরুর আগেই যন্ত্রণা শুরু হয়েছিল, তবে তার পরও তিনি মঞ্চে ওঠেন। কিন্তু বিষয়টিকে পাত্তা না দিয়েই গান করেন সোনু নিগম। যন্ত্রণা সত্ত্বেও শ্রোতা-দর্শকদের কথা ভেবে পারফর্ম করতে দেখে সোনুর প্রশংসায় পঞ্চমুখ তাঁর অনুরাগীরা।