
ওঙ্কার ডেস্কঃ ফের টলিপাড়ায় বন্ধ শুটিং। কিছু দিন আগেই কৌশিক গাঙ্গুলির ছবির শুটিং নিয়ে ফেডারেশনের সঙ্গে ঝামেলার কথা কানাঘুষো শোনা গিয়েছিল। এবার বিপাকে পড়েছেন ধারাবাহিক পরিচালক সৃজিত রায়। নতুন কাজ শুরুর মুখেই ফের বাঁধা। এবারেও সমস্যা ডিরেক্টরস গিল্ড ও ফেডারেশনের মধ্যে। পরিচালকের বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি ফেডারেশনের বিরুদ্ধে কথা বলেছেন। সেই কারণেই পরিচালকের সঙ্গে কাজ করতে রাজি নয় আর্ট সেটিং গিল্ডের টেকনিশিয়ানেরা। পরিচালক নিজের ফেসবুক পেজে লাইভে এই বিষয় সম্পর্কে জানিয়েছেন।
তিনি বলেন পরিচালকের বিরুদ্ধে অভিযোগ এসেছে আমি নাকি ফেডারেশন বিরোধী কথাবার্তা বলেছি। সেই কারণেই ওরা কাজ বন্ধ করেছে। পরিচালক আরও বলেন, প্রযোজক হিসেবে আমি ফেডারেশনকে মেল করেছি যে কাজ বন্ধ হয়ে গিয়েছে। মেলটা কর্মবিরতির বিরুদ্ধেই করা হয়েছে। মেলের উত্তর পাইনি। সেট বানাতে ২০ লক্ষ টাকার উপর ইনভেস্ট হয়ে গিয়েছে। আমি বিশালমাপের মানুষ নই। ২০ লক্ষ টাকা চলে গেলে আমাকে পথে বসতে হবে।
ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস এ বিষয়ে জানিয়েছেন ‘শুটিং সব জায়গাতেই চলছে। যদি কোনও সমস্যা হয় ফেডারেশনে এই বিষয় নিয়ে আলোচনা হবে।’