
ওঙ্কার ডেস্কঃ বড় পর্দায় ফের জুটি বাঁধছেন ঋত্বিক চক্রবর্তী ও সোহিনী সরকার। প্রতিম ডি গুপ্তের পরিচালনায় আসছে নতুন ছবি ‘রান্নাবাটি’। এই রান্নাবাটি বা রান্নাঘর বলতে প্রথমেই মেয়েদের ছবি ভেসে ওঠে চোখে। তাদের যেন সংসার সামলানোর হাতেখড়ি ছোটবেলাতেই দিয়ে দেওয়া হয়। ছেলেদের এ বিষয়ে কখনও অংশ নিতে দেখা যায় না। কিন্তু এই ছবি যদি বদলে যায়? এই রীতি যদি পাল্টে ফেলা যায়? বড়বেলায় সেই পুরুষকেই যদি একা হাতে সংসার আবার সন্তানও সামলাতে হয়? হঠাৎ যদি ‘একা বাবা’র দায়িত্ব তার কাঁধে আসে? প্রতিম ডি গুপ্তের আগামী ছবি বলবে এমনই এক গল্প।
প্রকাশিত হয়েছে ছবির দুই অভিনেতার সাজ। ছবির বিষয়ে পরিচালক বলেন, এক মায়ের গল্প অনেকবার বলা হয়েছে। এক বাবার সংসার সামলে সন্তান সামলানোর গল্প খুব কমই দেখা গেছে। তিনি বলেন, সুজিতদার ‘পিকু’ ছবিতে বাবা-মেয়ের সুন্দর গল্প রয়েছে। দাদা অনায়াসে এই ধারার গল্প পর্দায় দেখাতে পারেন। ছবিতে নায়িকা আধুনিক মনস্ক তবে উগ্র আধুনিকা নন। একই ভাবে আইটি সেক্টরে চাকরি করলেও ঋত্বিকের মধ্যে পুরনো মূল্যবোধ এখনও বর্তমান।
এ বছরই পরিচালকের রহস্য রোমাঞ্চ ছবি ‘চালচিত্র’ মুক্তি পেয়েছে। এবার তাই ধাঁচের বাইরে গিয়ে নতুন গল্পের ভাবনায় পরিচালক। বাবা-মেয়ের গল্প, বাবার ‘মা’ হয়ে ওঠার গল্প নিয়ে ফেব্রুয়ারিতেই শুটিং শুরু হচ্ছে ‘রান্নাবাটির’।