
ওঙ্কার ডেস্কঃ নতুন বছরে বাংলা সিরিয়ালের টিআরপি তালিকায় শীর্ষ স্থান দখল করেছিল গীতা এলএলবি। এই সপ্তাহেও তার হেরফের হলোনা । জায়গা ধরে রাখতে সক্ষম হয়েছে গীতা এলএলবি টিম। শীর্ষ তালিকায় থাকতে চায় সকলেই। জি বাংলা এবং স্টার জলসার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে। কে পিছিয়ে গেল আর কোন ধারাবাহিক অন্যকে ছাপিয়ে শীর্ষে গেল তা জানার জন্য সিরিয়ালপ্রেমী সকলেই মুখিয়ে থাকেন। তাদের জন্য রইলো এই সপ্তাহের টি আর পি তালিকা।
এই সপ্তাহে সেরা ১০ এ রয়েছে-
গীতা এলএলবি- ৭.৯ (প্রথম)
পরিণীতা- ৭.৮ (দ্বিতীয়)
ফুলকি- ৭.৭ (তৃতীয়)
কথা- ৭.৩ (চতুর্থ)
জগদ্ধাত্রী -৭.২ (পঞ্চম)
উড়ান- ৬.৯ (ষষ্ঠ)
রাঙামতি তীরন্দাজ-কোন গোপনে মন ভেসেছে- ৬.৭ (সপ্তম)
গৃহপ্রবেশ- ৬.৩ (অষ্টম)
শুভ বিবাহ- ৫.৮ (নবম)
তেঁতুলপাতা- ৫.৬ (দশম)
সেরা স্থান দখল করে থাকা ‘ফুলকি’ পিছিয়ে গেল তৃতীয় স্থানে। দ্বিতীয় স্থানে রয়েছে পরিণীতা এবং স্টার জলসার ধারাবাহিক কথা রয়েছে চতুর্থ স্থানে। প্রতি সপ্তাহেই বদল হতে থাকে টিয়ারপি। নিজের স্থানে টিকে থাকার লড়াই চলে প্রতি মুহূর্তে।