
ওঙ্কার ডেস্কঃ প্রতি সপ্তাহেই বিনোদনপ্রেমী ও ধারাবাহিকের কলাকুশলীদের নজর থাকে টিআরপির তালিকার দিকে। এই দৌড়ে কে কাকে ছাপিয়ে গেল সেই নিয়ে থাকে চরম উত্তেজনা, সেই সঙ্গে উদ্বেগও। নতুন বছরে বাংলা ধারাবাহিকের টিআরপি তালিকায় একটাই নাম শীর্ষস্থান দখল করে রেখেছে, তা হল- জি বাংলার ‘পরিণীতা’। বিগত দু’সপ্তাহের মত তৃতীয় সপ্তাহেও টিআরপি তালিকায় ৮.৭ নম্বর পেয়ে প্রথম স্থান নিয়েছে রয়েছে’। অন্যদিকে দ্বিতীয় স্থানে রয়েছে ফুলকি, সেও তার জায়গা ছাড়তে নারাজ। কথা, কোন গোপনে মন ভেসেছে এবং জগদ্ধাত্রীর মধ্যে চলেছে হাড্ডাহাড্ডি লড়াই ষষ্ঠ স্থান থেকে সোজা তৃতীয় স্থান দখল করেছে কথা। জগদ্ধাত্রী ও কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকও রয়েছে তৃতীয় স্থানেই। চতুর্থ স্থানেও দুই ধারাবাহিক গীতা এলএলবি ও রাঙ্গামতি তীরন্দাজ। সেরা পাঁচে ৬.৪ নম্বর নিয়ে জায়গা করে নিয়েছে উড়ান। চলতি সপ্তাহে সেরা ১০ এর টিআরপি তালিকা-
পরিণীতা- ৮.৭ (প্রথম) ( জি বাংলা)
ফুলকি- ৭.৮ (দ্বিতীয়) (জি বাংলা)
কথা, জগদ্ধাত্রী, কোন গোপনে মন ভেসেছে – ৭.৪ (তৃতীয়)
গীতা এলএলবি, রাঙামতি তীরন্দাজ – ৭.২ (চতুর্থ) (স্টার জলসা)
উড়ান- ৬.৪ (পঞ্চম) (স্টার জলসা)
শুভ বিবাহ- ৬.২ (ষষ্ঠ)
মিত্তির বাড়ি এবং আনন্দী – (সপ্তম এবং অষ্টম)
তেঁতুলপাতা এবং নিম ফুলের মধু – (নবম ও দশম¬)
প্রতি সপ্তাহেই সেরার সেরা হওয়ার লড়াই চলে দুই সেরা চ্যানেলের ধারাবাহিকের মধ্যে। প্রথমে থাকতে চায় সকলেই। কিন্তু কোন ধারাবাহিক এগিয়ে যাবে কে থাকবে পেছনে তা বলা মুশকিল। তাই প্রতি সপ্তাহেই চোখ রাখুন এই লড়াইয়ের দিকে।