
ওঙ্কার ডেস্ক- দিন কয়েক চুমু কাণ্ড নিয়ে সংবাদমাধ্যমের শিরনামে ছিলেন সঙ্গীতশিল্পী উদিত নারায়ণ। একটি অনুষ্ঠানে গান গাইতে গাইতে তরুণীর ঠোঁটে ঠোঁট বসিয়ে দেন গায়ক। তার পরই সমাজমাধ্যমে উঠে আসে আরও এক অনুরাগীকে চুম্বনের ভিডিয়ো। শুরু হয় সমালোচনা। সমাজমাধ্যমে অনুরাগীদের একের পর এক কটাক্ষ। তাঁকে ঘিরে তীব্র ক্ষোভ। এ বার পুণ্য অর্জন করতে স্ত্রী দীপা নারায়ণকে নিয়ে মহাকুম্ভে এলেন গায়ক।
শিবরাত্রিতেই শেষ হবে এক মাসের কুম্ভমেলা। একেবারে শেষ মুহূর্তে সস্ত্রীক গায়ক পৌঁছেছেন মহাকুম্ভে। এ বার মহাকুম্ভে পৌঁছে উত্তরপ্রদেশ সরকারের প্রশংসায় পঞ্চমুখ গায়ক। তাঁর কথায়, ‘‘আমি খুবই খুশি যে ঈশ্বর আমাকে কুম্ভমেলায় আসার সুযোগ করে দিয়েছেন। ১৪৪ বছর পর এমন এক মহাজাগতিক ঘটনা ঘটে। এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয়। আমি ভারত সরকার এবং উত্তরপ্রদেশ সরকারকে ধন্যবাদ জানাই।’’ প্রয়াগরাজে পৌঁছেছেন একাধিক তারকা, শিল্পপতি-সহ খ্যাতনামীরা। বাদ যাননি মুকেশ অম্বানীও। তবে মহাকুম্ভ নিয়ে একাধিক বিতর্ক হয়েছে। কখনও শাহিস্নানের আগে পদপিষ্টের ঘটনা। কখনও আবার ‘হট এয়ার বেলুন’ বিস্ফোরণ। অন্যদিকে প্রয়াগ সঙ্গমে মহিলাদের স্নানের ভিডিয়ো তুলে বিক্রির মতো ঘটনাও ঘটেছে। এছাড়াও এই মহাকুম্ভেই সন্ন্যাস নিয়েছেন মমতা কুলকার্নি। কুম্ভস্নান করতে বিদেশ থেকেও এসেছেন অতিথিরা।