
ওঙ্কার ডেস্কঃ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কন্যা নামে নিজের পরিচিতি বেড়েছে তাঁর। সঙ্গে তাঁর চোখের জাদুতেও মেতেছে সমাজ মাধ্যম থেকে সাধারণ মানুষও। কুম্ভমেলা থেকে ভাইরাল হওয়া মোনালিসা এখন থাকছেন সংবাদের প্রথম শিরোনামে। কিছু দিন আগেই রটে ছিল আল্লু অর্জুন সঙ্গে দক্ষিণী সিনেমায় দেখা যাবে মোনালিসাকে। তারপরে জানা যায় দক্ষিণী সিনেমায় নয় কুম্ভমেলা থেকে ভাইরাল গার্ল পাড়ি দিচ্ছেন সোজা বলিউডে। শোনা যাচ্ছে মোনালিসার বিপরীতে নায়কের চরিত্রে থাকছে রাজকুমার রাওয়ের ভাই আমিত রাও।
ছবির নাম ‘দি ডায়েরি অফ মণিপুর’, পরিচালক সনোজ মিশ্রর ছবিতেই দেখা যাবে মোনালিসাকে। এর আগে পরিচালক ‘দি ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ বানিয়ে শিরোনামে এসেছিলেন। ইতিমধ্যেই পরিচালক মোনালিসার বাড়ি গিয়ে ছবির প্রস্তাব দিয়েছেন। সেই ছবি শেয়ারও করেছেন সমাজমাধ্যমে। আশা করা যায়, আগামী ফেব্রুয়ারি মাসে শুটিং শুরু করবেন পরিচালক।
মাত্র ১৬ বছর বয়স মোনালিসার। ইন্দোরে খুবই ছোট্ট সংসার তাঁদের। একটু ভাল রোজগারের আশায় মহাকুম্ভে বোনদের সঙ্গে মালা বিক্রি করতে এসেছিলেন মোনালিসা। কিন্তু মালা বেচা তো দূর অস্ত, ধূসর চোখ, সুন্দর মুখশ্রীর কারণে রাতারাতি সোশাল মিডিয়া মুহূর্তের মধ্যে ভাইরাল হয় মোনালিসা। এবার সনোজ মিশ্রর ছবি দিয়ে সিনেমায় অভিষেক হবে মোনালিসার।