
অপরূপা কাঞ্জিলাল, ওঙ্কার বাংলাঃ অভিনয় দৃশ্য সুযোগ পেয়েছেন কয়েক মিনিটের কিন্তু তাতেই মাত দিয়েছেন তিনি। রণবীর কাপুরের সাথে ঘনিষ্ঠ দৃশ্যে তৃপ্তির রসায়ন দেখে আলিয়াকেও বোধ হয় খানিকটা কপালে ভাঁজ ফেলতে হয়েছে। বাকি দর্শকদের কথা তো বাদই দিন রীতিমতো ডিসেম্বরেও হলে বসে ঘাম ঝড়াতে হয়েছে দর্শকদের। হ্যাঁ ঠিকই ধরেছেন কথা হচ্ছে তৃপ্তি দিমরিকে নিয়ে।সদ্য মুক্তি পেয়েছে রণবীর কাপুর এবং রশ্মিকা মান্দানা অভিনীত ছবি ‘অ্যানিমেল’। বাবা-ছেলের সম্পর্কের আবেগজনিত তাড়না থেকে শুরু করে দুর্ধর্ষ অ্যাকশন, সবটাই মন জয় করেছে দর্শকদের। প্রত্যেকটি চরিত্রে তারকাদের অভিনয় যেন একে অপরকে ছাপিয়ে গিয়েছে। তবে পার্শ্ব চরিত্রে মাত্র কয়েক মিনিটের জন্য মুখ দেখিয়েই আলাদা করে সকলের নজর কাড়লেন তৃপ্তি দিমরি। যিনি এখন গোটা ভারতের নতুন ‘ন্যাশনাল ক্রাশ’। কিন্তু, কে এই তৃপ্তি দিমরি?
বোল্ড এবং বিউটি, এই দুটি শব্দ দিয়েই অনায়াসে বর্ণনা করা যায় তৃপ্তি-কে। আর তার সঙ্গে অসাধারণ অভিনয়ের দক্ষতা তো রয়েইছে। এমতাবস্থায় নায়িকা রশ্মিকাকেও যেন ছাপিয়ে গিয়েছেন তৃপ্তি। ন্যাশনাল ক্রাশ রশ্মিকা মান্দানা ছবিতে থাকতেও আদতে সম্পূর্ণ লাইমলাইট যেন শুষে নিয়েছেন পার্শ্বচরিত্রের এই অভিনেত্রী। ২০১৭ সালে শ্রীদেবীর ‘মম’ ছবিতে প্রথমবারের মত দেখা মিলেছিল তৃপ্তির। এরপর সানি দেওল, ববি দেওল এবং শ্রেয়াস তলপেড়ে অভিনীত মারাঠি ছবি ‘পোস্টার বয়েজে’র হিন্দি রিমেকে অভিনয় করেন তিনি। তবে ইমতিয়াজ আলির ‘লায়লা মজনু’ থেকে তিনি প্রথমবার নায়িকা হিসেবে জনপ্রিয়তা অর্জন করেন। এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি!না, শুধু সিনেমা নয়, হালফিলের ওটিটি মাধ্যমেও দক্ষতার সঙ্গে কাজ করে চলেছেন তৃপ্তি। নেটফ্লিক্সের ‘বুলবুল’ এবং ‘কোয়ালা’ নামক দুটি জনপ্রিয় সিরিজে তাকে মুখ্য ভূমিকাতে অভিনয় করতে দেখা গিয়েছিল। এই দুটি সিরিজ থেকে রাতারাতি জনপ্রিয়তা পেতে থাকেন তিনি। সেই সঙ্গে তার কেরিয়ারের অন্যতম মাইলস্টোন হয়ে দাঁড়ায় ‘অ্যানিমেল’ ছবিটি।এই ছবিতে রশ্মিকা, রণবীরের রসায়নের থেকেও দর্শকদের বেশি নজর কেড়েছে তৃপ্তি ও রণবীরের বোল্ড দৃশ্যগুলি। ছবিতে একজন ইনফর্মার হিসেবে ছোট্ট ভূমিকা পেয়েছিলেন তৃপ্তি। যিনি কিনা নায়কের ক্ষতি করতে এসে পরে তাকেই ভালোবেসে ফেলেন। আর তারপরের দৃশ্য সেটা যারা অ্যানিমেল দেখেছেন তারা বিলক্ষণ জানেন। আপনিও যদি জানতে চান তাহলে একবার দেখর আসতেই পারেন রনবীর কাপুর অভিনীত অ্যানিমাল।