
ওঙ্কার ডেস্কঃ কলকাতার হাঙ্গারফোর্ড স্টিটের একটি বহুতলে আগুন লাগার ঘটনায় উত্তেজনা। ঘটনাস্থলে দমকলবাহিনী এসে আগুন নেভানোর চেষ্টা করছে। ঘটনাস্থলে থেকে আবাসনের বাসিন্দাদের বাইরে বের করে আনা হয়েছে। জানা গেছে, দমকলের ৮টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে।
মিন্টো পার্কের কাছাকাছি ওই আবাসনে অনেক মানুষ বসবাস করেন,এছাড়াও আবাসনের পাশেই রয়েছে স্কুল এবং একাধিক হাসপাতাল। আবাসনের বাসিন্দাদের অনুমান শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। অনেকে বিদ্যুতের তার পুড়ে যাওয়ার গন্ধ পেয়ে বাইরে বেরিয়ে আসেন। তার কিছু ক্ষণের মধ্যে দেখা যায়, আবাসনটির ছাদ কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। তারপরেই খবর দেওয়া হয় দমকলে।
এখনও পর্যন্ত ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায় নি। তবে দমকলবাহিনী সূত্রে খবর, ওই আবাসনের বাসিন্দাদের বার করে আনা হয়েছে। কেউ ভেতরে আটকে রয়েছেন কি না, দেখা হচ্ছে। কীভাবে এই আবাসনে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। তবে বেশ কিছু ক্ষণের চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।