
নিজস্বপ্রতিনিধি,মুর্শিদাবাদ: চার সন্তান ও স্বামীকে ছেড়ে ভালোবাসার টানে পুরাতন প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার প্রায় সাত মাস পর ওই গৃহবধূ এবং প্রেমিককে উদ্ধার করলো মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার পুলিশ। সামশেরগঞ্জের রতনপুরের বাসিন্দা ওই গৃহবধূর স্বামী রাজেশ দাসের দায়ের করা অপহরণের অভিযোগের ভিত্তিতেই ওই দুজনকে বারাসাত থেকে গ্রেপ্তার করে পুলিশ। ১৫ বছর আগে পুরুলিয়ার নিতুলিয়া থানার অন্তর্গত মেকাতলা গ্রামের বাসিন্দা রিংকু রাউথ রায়ের সঙ্গে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের রতনপুরের যুবক রাজেশ দাসের বিয়ে হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে । বিয়ের হওয়ার পর তাদের চারটি সন্তানও হয়। কিন্তু বছর খানেক আগে হঠাৎই তিন সন্তানকে বাড়িতে ফেলে ,ছোট্ট কোলের সন্তান নিয়ে হঠাৎই তার পুরাতন প্রেমিকের সঙ্গে পালিয়ে যান ওই গৃহবধূ। বহু খোঁজাখুঁজি করেও না পেয়ে অবশেষে সামশেরগঞ্জ থানার দ্বারস্থ হন ওই গৃহবধূর স্বামী রাজেশ দাস। তদন্ত শুরু হওয়ার প্রায় সাত মাস পর উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের ক্ষুদিরাম পল্লী এলাকা থেকে আটক করা হয় গৃহবধূ রিংকু রাউথ রায় এবং তার প্রেমিক ধর্মেন্দ্র বাউড়িকে । এরপর তাদের থানায় নিয়ে আসা হয়। এখন ওই গৃহবধূ কার কাছে থাকবেন , প্রেমিকের কাছে? না স্বামীর কাছে? সে বিষয়ে আদালতে গৃহবধূ এবং তার প্রেমিকের বয়ানের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।