
ওঙ্কার ডেস্ক:অস্কারের দৌড়ে বাংলা গান।ইমন চক্রবর্তীর ” ইতি মা” গানটি পৌঁছে গেছে অস্কারের ফাইনাল তালিকায়। গায়িকা ইমন চক্রবর্তী, বরাবরই তাঁর অনবদ্য গায়কীতে মন জয় করেছেন অনুরাগীদের । সিনেমায় হোক, কিংবা কনসার্ট, সর্বক্ষেত্রেই অবাধ বিচরণ ইমনের। জাতীয় পুরস্কার ইতিমধ্যেই পেয়েছেন তিনি। এবার ইমন চক্রবর্তীর বাংলা গান পৌঁছে গেল অস্কারের প্রতিযোগিতায়। বাংলা গানের ক্ষেত্রে এই ঘটনা প্রথম। আগে কোন দিন বাংলা গান অস্কারের মঞ্চে স্থান পায়নি । মঙ্গলবার বঙ্গবাসী এই সুখবর দিলেন গায়িকা নিজেই। এই সংবাদ সামনে আসতেই শুভেচ্ছা বার্তায় কার্যত ভাসছেন শিল্পী।
অস্কারের মঞ্চে ৮৯টি গান সেরা মৌলিক গান হিসাবে প্রাথমিক ভাবে নির্বাচিত হয়েছে অপরদিকে সেরা মৌলিক ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য ১৪৬টি গান সিলেক্ট করা হয়েছে, এগুলির মধ্যে থেকেই শেষ বিচার করা হবে। ইমন চক্রবর্তীর ‘ইতি মা’ গান রয়েছে সেই তালিকায়