
ওঙ্কার ডেস্ক: ব্যাডমিন্টনের প্রশিক্ষণ দিতেন তিনি। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে তাঁর কাছে প্রশিক্ষণ নিতে আসা ছাত্রীদের টার্গেট করতেন। এক নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল ওই কোচের বিরুদ্ধে। শুধু তাই নয় একাধিক ছাত্রীকে ওই কোচ যৌন নিগ্রহ করেছেন বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। ইতিমধ্যে ওই কোচকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত অভিযুক্তের নাম সুরেশ বালাজি। তিনি তামিলনাড়ু রাজ্যের বাসিন্দা। বেঙ্গালুরুর একটি কোচিং সেন্টারে প্রশিক্ষণ দিতেন ওই কোচ। সুরেশের ফোনে একাধিক ছাত্রীর আপত্তিকর ছবি মিলেছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটির বিষয়ে প্রথম জানতে পারেন নির্যাতিতা নাবালিকার ঠাকুরমা। একদিন ঠাকুরমার ফোন থেকে কোচ সুরেশকে নগ্ন ছবি পাঠিয়েছিল নাবালিকা। সেই সূত্রে বিষয়টি জানতে পেরে তার ঠাকুরমা থানায় অভিযোগ দায়ের করেন।
পুলিশ জানিয়েছে যে, প্রশিক্ষণ দেওয়া নাম করে একাধিকবার ওই নাবালিকাকে নিজের বাড়িতে নিয়ে গিয়ছিলেন সুরেশ। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, তাঁর কুকীর্তির কথা কাউকে বললে ফল ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন সুরেশ। নির্যাতিতার আত্মীয়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে অভিযুক্ত সুরেশকে গ্রেফতার করা হয়। সুরেশের ফোনে যে নাবালিকাদের আপত্তিকর ছবি পাওয়া গিয়েছে তাদের বয়স ১৩ থেকে ১৬ বছরের মধ্যে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই কুকর্ম সে একা করত না কি বিষয়টির সঙ্গে আর কেউ জড়িত ছিল। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।