
ওঙ্কার ডেস্ক : সোমবার সকালে পার্ক স্ট্রিটের কাছে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। হাওড়া থেকে যাদবপুরগামী একটি সরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উঠে যায় রাস্তার মাঝের ডিভাইডারের উপর। প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি বেসরকারি বাসের সঙ্গে রেষারেষির জেরেই ঘটে এই ঘটনা।
ঘটনার সময় বাসটিতে যাত্রী সংখ্যা কম থাকায় বড়সড় বিপদের আশঙ্কা এড়ানো সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। তবে বেশ কয়েক জন যাত্রী আহত হয়েছেন। তবে কারোর অবস্থা গুরুতর নয় বলে জানা গেছে।
সরকারি ছুটির দিন হওয়ায় রাস্তায় গাড়ির চাপ ছিল কম। তাতেই আরও বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে শহর। বাসটির সামনের চাকা দু’টি শূন্যে উঠে গিয়েছিল, এমনটাই জানিয়েছেন উপস্থিত প্রত্যক্ষদর্শীরা। বাসের ধাক্কায় ডিভাইডারের একটি অংশ ভেঙে যায়। শেষ পর্যন্ত দুর্ঘটনাগ্রস্থ বাসটিকে উদ্ধার করা হয়। এর জেরে পার্ক স্ট্রিট এলাকায় যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে। রেষারেষি নাকি যান্ত্রিক ত্রুটি, সব দিকই খতিয়ে দেখছেন তদন্তকারীরা।