
তিতাস বসু, ওঙ্কার বাংলা: অনেকটাই নম্বর কমলো ‘জগদ্ধাত্রী’ সিরিয়ালের। এই সপ্তাহে টিআরপি লিস্টে চার নম্বরে রয়েছে এই সিরিয়াল। অন্যদিকে ৮.৮ নম্বর পেয়ে এই সপ্তাহে টিআরপি তালিকায় শীর্ষে রয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। তবে অপ্রত্যাশিতভাবে এই সপ্তাহে টিআরপি লিস্টে দ্বিতীয় স্থানে রয়েছে ‘ফুলকি’, তৃতীয় স্থানে রয়েছে ‘নিম ফুলের মধু’। অন্যদিকে লাগাতার প্রথম এবং দ্বিতীয় স্থানে থাকা ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিক এই সপ্তাহে রয়েছে চতুর্থ স্থানে।তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ‘রাঙা বউ’। ষষ্ঠ স্থানে ৬.৭ নম্বর পেয়ে রয়েছে তিনটি ধারাবাহিক। এই স্থানে রয়েছে, ‘ কার কাছে কই মনের কথা’,’ সন্ধ্যা তারা’ এবং ‘হরগৌরী পাইস হোটেল’। সপ্তম ও অষ্টম স্থানে রয়েছে যথাক্রমে ‘খেলনা বাড়ি’ এবং ‘লভ বিয়ে আজকাল’ ধারাবাহিকটি। টিআরপি তালিকার নবম স্থানে রয়েছে ‘তুঁতে’। দশম স্থানে রয়েছে ‘বাংলা মিডিয়াম’। এই সপ্তাহে অনেকটাই অপ্রত্যাশিত ফল দেখা গিয়েছে বাংলা টেলিভিশন দুনিয়ার টিআরপি লিস্টে- এমনটাই বলছেন এক্সপার্টরা।