
নিজস্ব সংবাদাতা : ওয়াকফ ইস্যুতে কয়েকদিন ধরে অশান্ত হয়ে উঠছে মুর্শিদাবাদের কিছু এলাকা। পুলিশের সঙ্গে মারমুখী আচরণ করছে বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ে উদ্বেবেগে রয়েছে রাজ্য প্রশাসন। তাই “গুন্ডামি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে”, শনিবার সাংবাদিকদের কাছে এই সতর্ক বার্তা দিলেন রাজ্য পুলিশের প্রধান।
এদিন সাংবাদিক বৈঠকে রাজীব কুমার, ‘‘মানুষের জীবন রক্ষা করা আমাদের দায়িত্ব। তাই যেখানে যতটুকু প্রয়োজন পুলিশ পদক্ষেপ করেছে। কিন্তু পুলিশের সংযমকে দুর্বলতা হিসাবে দেখবেন না। প্রয়োজনে কঠোরতম পদক্ষেপ করবে পুলিশ।’’ একই সঙ্গে যে ভাবে ঘটনার খবর ছড়াচ্ছে তাকে গুজবে বলে আখ্যা দিয়ে সাধারণ মানুষকে তিনি সতর্ক করে দিলেন। পাশাপাশি গুজব নিয়েও মানুষকে সতর্ক করেছেন রাজ্য পুলিশের প্রধান। এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম জানিয়েছেন, ‘‘গুজব তৈরির কারখানা চালানো হচ্ছে”। এ ব্যাপারে তিনিও সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন।
ওয়াকফ আইন (সংশোধনী)-র বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি ঘিরে কয়েক দিন ধরে অশান্তি চলেছে মুর্শিদাবাদের জঙ্গিপুর, সুতি, শমসেরগঞ্জে। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধেও জড়িয়েছেন বিক্ষোভকারীদের একাংশ। রাজীব জানিয়েছেন, শুক্রবার সুতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চার রাউন্ড গুলিও চালিয়েছে। দু’জন জখম হন তাতে। তবে দু’জনেই বিপন্মুক্ত। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। এই প্রেক্ষিতে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছেন ডিজি। তিনি বলেন, ‘‘কেউ আইন হাতে তুলে নেবেন না। পুলিশকে সহযোগিতা করুন। গুজব ছড়িয়ে পরিস্থিতি খারাপ করবেন না।’’
সম্প্রতি কসবা কাণ্ডের পর পুলিশকে সংযত থাকার নির্দেশ দিয়েছিল রাজ্য প্রশাসন। কিন্ত সংযমের একটা সীমা রয়েছে সে কথা স্মরণ করিয়ে দিয়ে রাজ্য পুলিশের প্রধান কার্যত হুঁশিয়ারি দিলেন, ‘‘ পরিস্থিতি চরম পর্যায়ে গেলে আমরাও (পুলিশ) কঠোর এবং কঠিনতম পদক্ষেপ করব।’’ কারণ, তিনি জানিয়েছেন, ‘‘মানুষের জীবন রক্ষা করা আমাদের দায়িত্ব। প্রাণ দেওয়ার প্রয়োজন হলে পুলিশ প্রাণ দেবে। কারণ, সেটা আমাদের কর্তব্য। আর যাঁরা বদমায়েশি করছেন, তাঁরা সাবধান হোন। আগুন এবং মানুষের আবেগ নিয়ে খেলবেন না।’’
মুর্শিদাবাদের চলতি অশান্তি নিয়ে সজাগ থাকতে খোলা হয়েছে পুলিশের কন্ট্রোল রুম। যে কোনো ঝামেলার কথা ফোন করে থানায় খবর দিতে পারবেন সাধরণ মানুষ। এই অশান্তির ফলে সাধারণ মানুষের মধ্যে যে অশান্তি দেখা দিচ্ছে তা ঘোঁচাতে পুলিশের পাশাপাশি সংবাদ মাধ্যমেরও ভূমিকা গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন জাভেদ।