
ওঙ্কার ডেস্কঃ দক্ষিণী ছবি ও হিন্দি ছবি দেখতে কাকভোরে কিংবা মাঝরাতে হলে ভিড় জমিয়েছেন দর্শক, এ ছবি বলিউড কিংবা দক্ষিণী সিনেমায় আগে দেখা গেছে কিন্তু বাংলা সিনেমায় মধ্য রাত্রির শো হাউসফুল, এই প্রথম। দেব অভিনীত খাদান ছবি রিলিজের পরই এমন ছবি দেখা গেল রায়গঞ্জের একটি হলে। ২০ ডিসেম্বর সিনেমা মুক্তি পায় কিন্তু বুধবার রাতে টিকিট ছাড়ার কিছুক্ষনের মধ্যেই বিক্রি হয়ে যায় সব টিকিট। রায়গঞ্জের এই সিনেমাহলের দায়িত্ব আছে এসভিএফ, এবং প্রেক্ষাগৃহ পরিচালন কমিটির তরফে জানানো হয়েছে এর আগে এমন ঘটনা দক্ষিণী ও হিন্দি সিনেমার জন্য দেখা গেছে কিন্তু বাংলার সিনেমার জন্য এই ভিড় এই প্রথম। এই ঘটনায় আশার আলো দেখছেন বাংলা সিনেমাপ্রেমীরা, তারা আশা করছেন এই ঘটনার পর বাংলা সিনেমায় এক নতুন ট্রেন্ড তৈরি করতে পারে।
শুক্রবার বড়দিনের আগেই চারটি বাংলা ছবি মুক্তি পাচ্ছে— ‘খাদান’, ‘সন্তান’, ‘চালচিত্র’ এবং ‘পাঁচ নম্বর স্বপ্নময় লেন’। তার আগে হল পাচ্ছে না কোন বাংলা সিনেমাই, যার জেরে সমাজমাধ্যমে ক্ষোভে ফেটে পড়েন দেব। রীতিমতো দক্ষিণী সিনেমাকে ইঙ্গিত করে বলেন যে বাংলা সিনেমা বাংলাতেই কোনঠাসা হয়ে পড়েছে। এবং অগ্রিম বুকিং চালু না করার জন্য ক্ষমা ও চেয়ে নেন তিনি। পরে আবার সেই নিয়ে সমাজমাধ্যমে মুখ খোলেন অভিনেতা জিৎ ও এবং দর্শকদের অনুরোধ করেন বাংলা সিনেমার পাশে থাকার জন্য। তারপরই অনেকগুলি হলে টাইম পায় দেবের খাদান সহ বাকি সিনেমাগুলি।