
নিজস্ব সবাদদাতা, কলকাতা : বৃষ্টিতে ভিজতে কার না ভাল লাগে। অনেকের আবার প্রিয় ঋতু বর্ষাকাল। তবেঁ, এই বর্ষাকালেই নানান সম্যসার মুখে পড়তে হয় সকলকে। বেশ কিছু জায়গায় অল্প বৃষ্টিতেই জল জমে যায়। সেক্টর ৫ থেকে শুরু করে সল্টলেক, আমহার্ট স্ট্রিট, গড়িয়া, সেন্ট্রাল অ্যাভিনিউ বিভিন্ন নিচু তলার জমিতে হাঁটু সমান জল দেখা যায় বর্ষাকালে। জল জমার কারণে যাতায়াতের অসুবিধা হয় শহরবাসীর। তবে, এই সম্যসা যাতে পুনরায় না হয় তার আগাম ব্যবস্থা করা হয়েছে বলে জানালেন, কলকাতার মেয়য় ফিরহাদ হাকিম।
প্রাক বর্ষার প্রস্তুতি নিয়ে বৈঠকে বসেন কলকাতার মেয়র। সোমবার পুরসভার কাউন্সিল চেম্বারে সেচ দফতর, পূর্ত দফতর, কলকাতা পুলিশ, সিইএসসি এবং বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বর্ষার আগে প্রস্ততি নিয়ে বৈঠকে বসেন ফিরহাদ। কলকাতার মেয়র জানান, এবারে কলকাতার কোথাও ৫ ঘণ্টার বেশি জল দাঁড়াবে না। রাজ্যের মন্ত্রী জানান, পুর এলাকার বেশি ভাগই খালই সংস্কার করা হয়েছে। তাও সমস্ত খালের বর্তমানের পরিস্থিতি উপরে নজর রাখতে বলা হয়েছে। যেটা বাকি আছে সেটা সেচ দফতর আগামী বছর করবে। এছাড়াও পুলিশ ও বিদ্যুৎ দফতরের সাথে কথা বলে একাধিক পদক্ষেপ করা হচ্ছে বলে জানান ফিরহাদ। এছাড়াও পাইপ লাইনের কাজ ৩১ জুলাইয়ের মধ্যে শেষ করার কথা পুরসভার তরফে জানান হয়েছে। বর্ষার সময় শহরবাসীকে যাতে সমস্যায় না পড়তে হয় তার সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কলকাতা পুরসভা।