
নিজস্ব সংবাদদাতা, কলকাতা : দীর্ঘদিন ধরে টলিউড ইন্ডাস্ট্রি সাথে যুক্ত ছিলেন বাবজি সান্যাল। এর পাশাপাশি নানান সময়ে বিভিন্ন চ্যানেলে সাংবাদিকতার গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। মঙ্গলবার সকালে অকালেই থেমে গেল বাবজির সদাহাস্য, প্রাণোচ্ছল জীবন।
একবালপুরের বাসভবন থেকে উদ্ধার হয় তার দেহ। তার গৃহে একাই বসবাস করতেন তিনি। তার বাসভবনে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তার প্রতিবেশী। তারপরই সকলকে জানিয়ে নার্সিং হোমে পাঠানো হয়। এই বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।