
ওঙ্কার দেস্কঃ বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের ধর্নার ১৯ তম দিন। গতকাল পর্যন্ত রাজ্য সরকারকে ডেডলাইন বেঁধে দিয়েছেন চাকরিহারারা। হাইকোর্টের পরামর্শ মেনে প্রশাসনের তরফে সল্টলেকের সেন্ট্রাল পার্কে ছাউনি তৈরির কাজ শুরু । রাতেই বায়ো টয়লেট বসানো হয় বিধাননগর পুরসভার তরফে। পর্যাপ্ত পরিকাঠামো তৈরি হলে সেন্ট্রাল পার্কে সরবে ধর্নাস্থল।