
ওঙ্কার ডেস্ক : শনিবার কলকাতার ফুলবাগান এলাকার এক বহুতল থেকে বৃদ্ধের দেহ উদ্ধার কে কেন্দ্র করে চাঞ্চল্য। কানের পাশে মাথা ফুঁড়ে চলে গিয়েছে গুলি। বাড়ির পাঁচ তলার ছাদে পড়ে রয়েছে ৬৫ বছরের বৃদ্ধের মৃতদেহ।
ঘটনাটি ঘটেছে পূর্ব কলকাতার ফুলবাগান এলাকার সি আই টি রোডের এক বহু তলে। শনিবারই ওই বহু তলে পাওয়া যায় বৃদ্ধের মৃত দেহ। সূত্রের খবর মৃত বৃদ্ধের নাম জয়ন্ত সাহা। পুলিশের প্রাথমিক অনুমান ওই ব্যক্তি আত্মঘাতী হয়েছেন। দেহের পাশে পড়েছিল লাইসেন্স বন্দুক। ওই বন্দুকের গুলিতেই বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে ।
তবে কেন জয়ন্ত আত্মঘাতী হলেন? পুলিশ সূত্রে জানা গেছে জয়ন্ত ক্যান্সার আক্রান্ত ছিলেন। চলছিল তার কেমোথেরাপি। মার্চ মাসেই হারিয়েছিলেন স্ত্রীকে। নিজের ক্যান্সার তার উপর স্ত্রীর মৃত্যু ,মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। সেই কারণেই হয়তো আত্মহত্যা করলেন বলে মনে করা হচ্ছে ।
পুলিশ জয়ন্তের মোবাইলের গ্যালারিতে একটি ভিডিও দেখতে পায়। অনুমান করা হচ্ছে আত্মহত্যার আগেই তিনি নিজেই ওই ভিডিও রেকর্ড করেছেন। যদিও ভিডিও বার্তাটি ছিল তার দুই পুত্রের জন্য। সেখানে তাকে বলতে শোনা যাচ্ছে তিনি আত্মহত্যা করছেন তিনি, মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।
বর্তমানে তার মৃত্যুর নেপথ্যে অন্য কোন ঘটনা আছে কিনা সেটাই খতিয়ে দেখছি পুলিশ প্রশাসন। তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।