
ওঙ্কার ডেস্ক: টাকার বিনিময়ে ভোটার ! বিস্ফোরক দাবি কাকদ্বীপের তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরার। তাঁর অভিযোগ, ‘টাকার বিনিময়ে সরকারি কর্মীরা ভোটার তালিকায় ভুয়ো ভোটার ঢুকিয়েছেন’। তিনি বলেন, তৃণমূল নেতাকে ১০ হাজার টাকা দিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন এমন কথা এক বাংলাদেশি জানিয়েছেন তাঁকে। বিধায়কের মন্তব্যে শুরু হয়েছে তুমুল বিতর্ক।