
দেবাঞ্জলী কুন্ডু চৌধুরী: “মা” শব্দের সঙ্গে জুড়ে থাকে একরাশ ভরসা, ভালোবাসা আর আবেগ। প্রত্যেকটি সন্তানের জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থান মায়ের কোল। সন্তানের জন্য মা ঠিক কতটা দূর যেতে পারে, কতটা অসাধ্য সাধন করতে পারে, তা-রই এক গল্প নিয়ে এবার সায়ন্তন ঘোষাল পরিচালিত একটি সিরিজ আসতে চলেছে ott তে। আগামী ৫ই জুলাই “বিজয়া” আসতে চলেছে হইচই (hoichoi) তে।
প্রধান চরিত্রে এখানে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়-কে এবং খলনায়কের চরিত্রে দেখা যাবে সাহেব চট্টোপাধ্যায়-কে।
“মায়েরা সব পারে”- কে কেন্দ্র করে তুলে ধরা হয়েছে সিরিজের প্রত্যেকটি দৃশ্য। মায়েরা ঠিক যতটা নরম, ততোধিক কঠিন হয় সন্তানের গায়ে কেউ আঁচড় ফেললে।
এই সিরিজে আংশিক হলেও তুলে ধরা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের র্যাগিংয়ের সেই নৃশংস ঘটনাকে এবং এমন ঘটনাতে মায়ের যথার্থ ভূমিকা পালন করতে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়কে। বিপক্ষে যতই প্রভাবশালী ব্যক্তি থাকুক না কেন, সেই সব প্রভাব অনেক কম এক মায়ের কাছে। মায়েরা সর্বশক্তিমান। এমন গতিতেই হয়ত এগোবে এই সিরিজের গল্পটি।
অন্যস্বাদের এই সিরিজের জন্য অপেক্ষায় রয়েছেন সকলেই।