
ওঙ্কার ডেস্কঃ ‘ফসিলস’ এর অন্যতম প্রাক্তন সদস্য চন্দ্রমৌলি বিশ্বাসের ঝুলন্ত দেহ উদ্ধার। ফের শোকের ছায়া সঙ্গীত মহলে। মধ্য কলকাতার ফ্যাল্ট থেকে দেহ উদ্ধার করে তালতলা থানার পুলিশ। জানা গেছে বাবা-মায়ের সঙ্গে ওয়েলিংটনের ভাড়া বাড়িতে থাকতেন চন্দ্রমৌলি। রবিবার এক অনুষ্ঠানে গিয়েছিলেন তাঁরা। তখনই এই দুর্ঘটনা ঘটে। তাঁর ব্যান্ডেরই এক সদস্য প্রথম ঘটনাটি দেখতে পান। তারপরেই পুলিশে খবর দেন তিনি। বর্তমানে তিনি ‘গোলকে’র সদস্য ছিলেন তিনি। পুলিশ গিয়ে চন্দ্রমৌলির দেহ উদ্ধার করে। ময়নাতদন্তের পর আগামিকাল হয়ে শেষকৃত্য। চন্দ্রমৌলির মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর অনুরাগীরা।
২০০০ সালথেকে ২০১৮ সাল পর্যন্ত ১৮ বছর ফসিলস্ ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন চন্দ্রমৌলী। সমাজমাধ্যমে চন্দ্রমৌলীর পরিচিতেরা শোকপ্রকাশ করেছেন। জানা গিয়েছে, সোমবার শেষকৃত্য সম্পন্ন হবে, পরিবারের পাশাপশি থাকবে তাঁর দল ‘গোলক’।