
অপরূপা কাঞ্জিলাল,ওঙ্কার বাংলাঃ সামান্থাকে নিয়ে বিরাট পদক্ষেপ নাগার। শোভিতার সঙ্গে বাগদানের আগেই সেরে ফেলেন কাজটি। কি করলেন তিনি? জানুন।
বৃহস্পতিবার বাগ্দান সারলেন নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা। বহুদিন ধরে চলছিল নানান রকম জল্পনা কল্পনা অবশেষে সব জল্পনার অবসান করে চার হাত এক হয়েছে। সমাজ মাধ্যমে ছেলে নাগা চৈতন্য এবং হবু বৌমা শোভিতা ধুলিপালার বাগদানের ছবি দিয়ে এ কথায় সীলমোহর দিয়েছেন খোদ বাবা নাগার্জুনা আক্কিনেনি। নাগা চৈতন্যর সাথে সামান্থা রুথ প্রভুর নাম কিছুতেই যেন আলাদা করা যাচ্ছে না। চার বছর সম্পর্কে থাকার পর তাদের বিচ্ছেদ ঘটে। সে বিচ্ছেদের খবর সামনে আসতেই স্বাভাবিকভাবেই মনের দিক থেকে আহত হয়েছিলেন অনেকেই। দুঃখ পেয়েছিলেন এমন মিষ্টি একটি দাম্পত্য ভেঙে যাওয়ার কারণে। দাম্পত্য জীবন ভেঙ্গে দুজনের পথ তারা আলাদা করে নিলেও ছবি অনেক ক্ষেত্রে তাদের এক করে রেখেছিল। সমাজ মাধ্যম গুলিতে চোখ রাখলেই হাসিমুখের নাগা এবং সামান্থাকে দেখা যায়। কেবল অন্য সামাজিক মাধ্যমগুলিতে নয় নায়ক নিজেও সামান্থার সাথে কাটানো অনেক সুন্দর মুহূর্তের ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। তবে এবার সামনে এলো বিরাট এক তথ্য। সামান্থাকে নিয়ে সামাজিক মাধ্যমে নায়কের একান্ত সুন্দর মুহূর্তগুলি আর নিজের কাছে রাখতে চাইলেন না নাগা চৈতন্য। নিজের অ্যাকাউন্ট থেকে সামান্থার সাথে থাকা ছবিগুলি মুছে দিলেন তিনি। জানা যাচ্ছে বাগদান পর্বের আগেই এই কাজটি করেছেন তিনি। নতুন জীবনে নতুন করে শুরু করতেই কি এই পদক্ষেপ নাগার নাকি শোভিতাকে খুশি করতে? তবে প্রশ্ন সমাজমাধ্যমের অ্যাকাউন্ট থেকে সামান্থার ছবি মুছে ফেলেছেন কিন্তু বিগত চার বছর যে মানুষটার সাথে একসঙ্গে কাটিয়েছেন তাকে মন থেকে সম্পূর্ণভাবে মুছতে পেরেছেন কি?