
ওঙ্কার ডেস্ক : NEET UG পরীক্ষায় দুর্নীতি এবং স্নাতকে ভর্তির নির্দেশিকা প্রকাশে সরকারি টালবাহানার বিরুদ্ধে AIDSO-র বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার সল্টলেক করুণাময়ী চত্বর। করুণাময়ী মোড় থেকে মিছিল করে বিকাশ ভবনের দিকে যাওয়ার সময় পুলিশ মিছিল আটকাতেই শুরু হয় ব্যাপক ধস্তাধস্তি। এরপরেই পুলিশ তাঁদের জোর করে পিজন ভ্যানে তোলে। আন্দোলনকারীদের আটক করে নিয়ে যায় বিধাননগর পুলিশ।
পুলিশের ভ্যান থেকেই AIDSO-র সদস্য অভিষেক মুখোপাধ্যায় বলেন, ‘আমাদের দাবি পুনরায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা সরকারকে করতে হবে’.