
নিজেস্ব প্রতিনিধিঃ জন্মদিনে নীতু সিং কপুরকে সেরা উপহার দিল মেয়ে রিদ্ধিমা, উপহারে আবেগতাড়িত নীতু। কি উপহার দিলেন তিনি?
একসময়ের দুষ্টু মিষ্টি নায়িকা বহু মানুষের হৃদয় জয় করেছিলেন। তবে ক্যারিয়ারের শীর্ষে থাকাকালীন বিয়ে করে নিজের ক্যারিয়ারকে স্যাক্রিফাইস করে দেন। কথা হচ্ছে ঋষি পত্নী নীতু সিং কাপুরের।ঋষি কাপুরের মৃত্যুর পর মা-কে বেশি করে আগলে রাখেন রণবীর-ঋদ্ধিমা। সেই মায়েরই ৬৬ তম জন্মদিন। কিন্তু পাশে নেই ছেলে রণবীর কাপুর এবং বৌমা আলিয়া ভাট। তবে পাশে রয়েছে আদরের মেয়ে ঋদ্ধিমা।
মায়ের জন্মদিনে উপহারেও দিলেন দারুন চমক। ৬৬তম জন্মদিনে শাশুড়িমা নীতু সিং কাপুরকে আদুরে শুভেচ্ছা জানিয়েছেন বউমা আলিয়া ভাট, ভাইঝি কারিনা কাপুর খান, কারিশমা কাপুর সহ বলিউডের অসংখ্য সদস্য। তবে জন্মদিনে নীতুকে সেরা উপহার দিল মেয়ে। সেই উপহার যদিও একান্ত ব্যক্তিগত, ঋদ্ধিমা যা করলেন তা নিঃসন্দেহে মন ছোঁবে মায়ের। যেমনটা ছুঁয়েছে নেটাগরীকদের। আদর করে মেয়েকে কুকস বোলে ডাকেন নীতু। মেয়ে এবার ‘Kuks’ লিখে নতুন ট্যাটুর ছবি ভাগ করে নিলেন ইন্সটাগ্রামে।ক্যাপশনে লেখেন, ‘মায়ের জন্মদিনে ট্যাটু নামক মৌমাছির কামড় খেলাম। মা আমাকে আদর করে কুকস বলে ডাকে…’।
নীতুর জন্মদিনে পাশে ছিলেন না আলিয়া। তবে সোশ্যালে আলিয়া তাঁর শাশুড়িমার জন্য একটি আদুরে বার্তা শেয়ার করেছেন। মা সোনি রাজদোনের সঙ্গে নীতুর একটি ছবি শেয়ার করে আলিয়া লিখেছেন, ‘শুভ জন্মদিন মা! আমার শক্তি, শান্তি এবং সমস্ত কিছুর স্তম্ভ। লাভ ইউ টু দ্য মুন অ্যান্ড ব্যাক’। বউমার মেসেজের জবাবে নীতু লেখেন, ‘আই লাভ ইউ টু’।