
ওঙ্কার ডেস্ক: ফের ভারতকে নিশানা করে হুমকি দিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি বলেছেন সিন্ধুর জল আটকাতে যদি কোনও কিছু নির্মাণ করা হয়, তাহলে তা ধ্বংস করে দেওয়া হবে। পাক প্রতিরক্ষামন্ত্রীর এমন মন্তব্য নিয়ে শুরু হয়েছে চর্চা।
এদিন এক সাক্ষাৎকারে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, পাকিস্তানের জলের প্রবাহকে ঘুরিয়ে দেওয়া হলে তা ‘আগ্রাসন’ হিসেবে দেখা হবে। সেই সঙ্গে সিন্ধু অববাহিকায় ভারত যদি বাঁধ নির্মাণ করে এই সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি হবে পাকিস্তানের বিরুদ্ধে আগ্রাসন… এমনকি যদি তারা (ভারত) এই ধরণের স্থাপত্য নির্মাণের চেষ্টা করে, তাহলে পাকিস্তান সেই কাঠামো ধ্বংস করবে।’
উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছে। তার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। ইসলামাবাদের বিরুদ্ধে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। তার মধ্যে অন্যতম হল সিন্ধু জলচুক্তি স্থগিত করা। প্রসঙ্গত এর আগে পাক প্রতিরক্ষা মন্ত্রী আসিফ বলেন, পাকিস্তান সন্ত্রাসে অর্থ ঢালছে। তিনি বলেন, ‘বিগত তিন দশক ধরে সন্ত্রাসবাদকে অর্থ ও মদত দেওয়ার মতো কাজ করে আসছে পাকিস্তান। এই কাজ আমরা আমেরিকা, ব্রিটেন সহ পশ্চিমের দেশগুলির জন্য করেছি। কিন্তু আমাদের ভুল ছিল। যার ফল আমাদের ভুগতে হচ্ছে’। পাক মন্ত্রীর এমন স্বীকারোক্তির পর ভারতের অভিযোগ মান্যতা পেয়েছে।