
ওঙ্কার ডেস্ক:পুষ্পা ২ নিয়ে ক্রমশ উন্মাদনা বাড়ছে দেশ জুড়ে।আগামী ৫ ই ডিসেম্বর মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত এই ছবি।
আলু অর্জুন ও রশ্মিকা মন্দানা অভিনীত ছবি ‘পুষ্পা-২” কি ভাঙতে চলেছে বাহুবলী এবং জওয়ানের রেকর্ড।এখন সেই গুঞ্জনই দেশ জুড়ে।এই ছবির প্রথম ভাগ দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিলো এবার, নতুন সিনেমা, আরো চমক,আরো গ্ল্যামার নিয়ে আসছে এই জনপ্রিয় সিনেমার দ্বিতীয় ভাগ। মুক্তির আগেই একাধিক নতুন রেকর্ড গড়ে ফেলেছে এই ছবি।
দেশের অন্যতম বড় ন্যাশানাল তিনটি চেন পিভিআর, আইনক্স ও সিনেপলিস-এ ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে কয়েক লক্ষ টিকিট ।
পুষ্পা ২ ইতিমধ্যেই কল্কি, ফাইটার, আরআরআর, দৃশ্যম ২-এর মতো জনপ্রিয় সিনেমার রেকর্ডগুলিকে ছাপিয়ে গিয়েছে।তবে সবচেয়ে বেশি অ্যাডভান্স বুকিং-এর তালিকায় ১ নম্বরে রয়েছে উপরে রয়েছে ‘বাহুবলী ২’। তারপরেই রয়েছে জওয়ান এবং কে জি এফ ২।এখন দেখার পুষ্পা ২ সেই রেকর্ড ভাঙতে পারে কিনা