
ওঙ্কার ডেস্ক: ৪ঠা ডিসেম্বর মহিলা মৃত্যুর ঘটনায় গ্রেফতার হওয়ার পর জেলেই রাত কাটল সুপারস্টার আল্লু অর্জুনের। শুক্রবার সকালে তাকে গ্রেফতার করার পর ১৪ দিনের জেল হেফাজতের বিরুদ্ধে প্রথমে তেলেঙ্গানার নিম্ন আদালত পরে উচ্চ আদালতে আবেদন করলে জামিন দিয়ে দেয় উচ্চ আদালত, কিন্তু আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় তাকে রাখা হয়েছিল হায়দরাবাদের চঞ্চলগুড়া জেলে। শনিবার সকাল ৭ টা নাগাদ তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু রাতে জামিনের নির্দেশর কপি পাওয়ার পরও কেন জেল কর্তৃপক্ষ অভিনেতাকে ছাড়েনি তাই নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অভিনেতার আইনজীবী।
অন্যদিকে, রিলিজের এক সপ্তাহের মধ্যেই ১০০০ কোটির ঘর ছুঁয়েছে পুষ্পা ২, বলা যেতে পারে গোটা দেশ জুড়ে এই মুহূর্তে চলছে ‘পুষ্পা’জ্বর। ইতিমধ্যেই সব চেয়ে কম সময়ে ১০০০ কোটির ক্লাবে ঢুকে রেকর্ড করেছে এই দক্ষিণী সিনেমাটি। সকালে অ্যারেস্ট হয়ে রাতে জামিন পাওয়ার এই ঘটনায় সমালোচনার ঝড় তুলেছেন নেটিজেনরা। তাদের একাংশের বক্তব্য গ্রেফতারের নামে নিজের সিনেমার ব্যবসা বাড়ানোই ছিল সুপারস্টারের আসল উদ্দেশ্য।এবার দেখার সুপারস্টারের জেলে রাত্রিবাস পুষ্পা ২ কে বাড়তি অক্সিজেন দিতে পারে কিনা।
ভিডিও দেখুন-