
ওঙ্কার ডেস্ক:‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে হুড়োহুড়িতে মৃত্যু এক বছর পঁয়ত্রিশের মহিলার এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি তার নয় বছরের ছেলে।প্রাথমিকভাবে জানা গিয়েছে, মৃত মহিলার নাম রেবতী। তিনি স্বামী ও সন্তানকে নিয়ে এসেছিলেন প্রিমিয়ারে। সারা দেশ জুড়ে এখন চলছে আল্লু অর্জুনের নতুন সিনেমা নিয়ে উন্মাদনা, বাংলা হিন্দি, তামিল,তেলেগু, কণ্ণড় সহ আরো চারটি ভাষায়t মুক্তি পেতে চলেছে এই সিনেমা । গত বুধবার রাত সাড়ে ১০ টা নাগাদ হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে সেই ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে এসেছিলেন আল্লু অর্জুন নিজেই, সেই খবর পেয়েই টাকে দেখার জন্য হুড়োহুড়ি পড়ে যায় দর্শকদের মধ্যে। যার জেরে ভেঙে যায় সিনেমাহলের লোহার গেট। পুলিশ সূত্রে যানা যায়, শুধু সিনেমা দেখতে নয় সিনেমার কলাকুশলীদের দেখতেও ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও অল্লু অর্জুন আসার খবর পেয়ে হুড়োহুড়ি শুরু হয়ে যায় এবং লাঠিচার্জ করেও ভিড়কে সামলাতে পারেনি তারা। এবং এই হুড়োহুড়ির মধ্যেই আহত হয়ে মারা যান ওই মহিলা ও গুরুতর আহত অবস্থায় তার ছেলেকে ভর্তি করা হয় হাসপাতালে। পরে পুলিশি নিরাপত্তায় আল্লু অর্জুন বেরিয়ে গেলে পুলিশি হস্তক্ষেপে শান্ত হয় পরিস্থিতি।