
ওয়েব ডেস্ক: সোমবার রাষ্ট্রপতির বাজেট ভাষণের ধন্যবাদ জ্ঞাপন ভাষণ দেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এদিন প্রধানমন্ত্রীকে সরাসরি আক্রমণের বদলে রাহুল গান্ধী ভাষণ শুরু করেন আক্ষেপের সুর। তিনি বললেন, ‘প্রধানমন্ত্রীকে দোষ দেব না। উনি চেষ্টা করেছিলেন।’এরপর কর্মসংস্থান ইস্যুকে হাতিয়ার করেন বলেন, মেক ইন ইন্ডিয়া ভালো চেষ্টা ছিল কিন্তু প্রধানমন্ত্রী ব্যর্থ হয়েছেন।’পরিবর্তনশীল বিশ্বে, ইলেকট্রিক মোটর, ব্যাটারিচালিত যান, সৌরশক্তির উদ্ভাবনের ক্ষেত্রে বিপ্লব হচ্ছে। ভারত এই বিপ্লবে যুক্ত হতে পারেনি, তাই উৎপাদনের ক্ষেত্রে পিছিয়ে পড়ছে। তিনি মনে করেন, চিনের শক্তিশালী উৎপাদন ব্যবস্থা এবং প্রযুক্তির সঙ্গে যুঝে উঠতে পারেনি ভারত। ব্যাটারি, মোটর, রোবট তৈরিতে চিনের থেকে ভারত পিছিয়ে বলেও দাবি করেন রাহুল। ঠিক এরপরই রাহুলের বিস্ফোরক দাবি, আমাদের চিফ অফ আর্মি স্টাফ বলেছেন চিনা সেনা আমাদের দেশের সীমান্তের মধ্যে রয়েছে, অথচ তা স্বীকার করেন না প্রধানমন্ত্রী।
এই প্রসঙ্গ উঠতেই উত্তপ্ত হয়ে ওঠে লোকসভা। রাহুল গাঁধী বলেন, আমেরিকার প্রেসিডেন্ট শপথ অনুষ্ঠানে ডাক পেতে ভারতের বিদেশ মন্ত্রীকে বারবার আমেরিকায় পাঠানো হয়েছে। রাহুলের এই বক্তব্য শুনে বেজায় চটে যান সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। প্রতিবাদ জানিয়ে বলেন, ‘বিদেশ নীতি নিয়ে অসত্য ভাষণ দেওয়া হচ্ছে। অবিলম্বে ক্ষমা চাইতে হবে বিরোধী দলনেতাকে।