
ওঙ্কার ডেস্ক: ফের উত্তপ্ত রাজারহাট। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে গুলির-বৃষ্টি চলল, তীব্র উত্তেজনা ছড়াল গোটা এলাকায়। জানা গেছে, তৃণমূল নেতা সব্যসাচী দত্তের অনুগামী এক পরিবারের উপর হামলা করে কিছু দুষ্কৃতীরা। এরপর এলাকায় ঢুকে আজাদ আহমেদ নামের এক ব্যক্তিকে মারধর করে দুষ্কৃতিরা, পার্টি অফিস সংলগ্ন এলাকায় চলে ২০-৩০ রাউন্ড গুলিও। অভিযোগের তীর উঠছে স্থানীয় তৃণমূল বিধায়ক তাপস চ্যাটার্জির দিকে।
স্থানিয় দের একাংশের দাবি আক্রান্ত আজাদ আহমেদ সব্যসাচী দত্তের অনুগামী। ইদের মেহফিলে আজাদ সব্যসাচী দত্তকে আমন্ত্রণ জানালেও, এড়িয়ে গেছেন বিধায়ক তাপস চ্যাটার্জীকে। তারই ক্ষোভ উগরে দিতেই তাপস চ্যাটার্জির অনুগামীরা এই হামলা চালিয়েছে বলে মনে করছেন আক্রান্ত আজাদ আহমেদ।
গত মাসেও তোলা বাজি এবং গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তপ্ত হয়ে উঠেছিল রাজারহাট। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে পুলিশের নাকের ডগায় প্রশাসনের নজরদারি এড়িয়ে কী ভাবে চলছে এমন প্রকাশ্য সংঘর্ষ।