
নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: আরজি কর হাসপাতাল ও মেডিকেল কলেজের জুনিয়র তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তৃতীয় স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই। এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা শিয়ালদহ কোর্টে এই রিপোর্ট জমা দেয়। সিবিআই সূত্রের খবর, স্টেটাস রিপোর্টে নতুন করে ১২ জনের সাক্ষ্যগ্রহণের কথা উল্লখ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে আদালতে ‘স্টেটাস রিপোর্ট’ জমা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সেই সময় গোয়েন্দারা জানিয়েছিলেন, এই ঘটনার বিষয়ে নতুন ২৪ জনের বয়ান রেকর্ড করা হয়েছে। পাশাপাশি হাসপাতাল চত্বরের আরও বেশ কিছু জায়গার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। তিন সন্দেহভাজনের কল লিস্টও দেখা হচ্ছে বলে জানিয়েছিলেন গোয়েন্দারা।
প্রসঙ্গত গত বছর ১৪ আগস্ট আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। এই ঘটনার তদন্তভার যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর হাতে। চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সঞ্জয় রাই নামের এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেন তদন্তকারীরা। আদালতে দোষী সাব্যস্ত হন সঞ্জয়। তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। যদিও নির্যাতিতার পরিবারের দাবি, এই নৃশংস ঘটনায় সঞ্জয় একা যুক্ত নেই। আরও কেউ যুক্ত থাকতে পারে বলে দাবি তাঁদের। সিবিআই-এর তদন্তের গতিপ্রকৃতি নিয়ে তাঁরা প্রশ্ন তুলেছিলেন। এবার এই ঘটনায় তৃতীয় স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই।