
তিতাস বসু, ওঙ্কার বাংলা: প্রয়াত বলিউড অভিনেতা রিও কাপাডিয়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। পরিবারের তরফে রিও কাপাডিয়ার মৃত্যুর কারণ এখনো পর্যন্ত স্পষ্টভাবে জানানো হয়নি। সূত্রের খবর, সুইজারল্যান্ডে ছুটি কাটাতে গিয়েছিলেন বলিউডের এই অভিনেতা। নিজের সেই ট্যুরের কিছু মুহূর্তের ছবিও পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। তারপরেই হঠাৎ করে অভিনেতার মৃত্যুসংবাদ মেলে। এই খবর পেয়ে চমকে গিয়েছেন অনেকেই। ‘চক দে ইন্ডিয়া’ সহ বলিউডের অনেক বড় প্রজেক্টে কাজ করেছেন রিও কাপাডিয়া। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারে।