
অপরূপা কাঞ্জিলাল: আবারো ফের একবার সংবাদ শিরোনামে বিষ্ণোই গ্যাং। না এবার প্রাণে মারার হুমকি নয়, বরং দেয়া হয়েছে প্রাণ বাঁচানোর জন্য শর্ত। হ্যাঁ একেবারে ঠিক পড়ছেন, এবার সলমনের কাছে বিষ্ণোই গ্যাংয়ের, নতুন দাবি । সালমান খান কে ক্ষমা করে দেবেন কেবলমাত্র একটি শর্তে।
সলমনের কাছে নতুন দাবি ‘অল ইন্ডিয়া বিষ্ণোই সোসাইটি’র। সংস্থার প্রেসিডেন্ট দেবেন্দ্র বুদিয়া জানিয়েছেন সলমন যদি ক্ষমা চান তা হলে তাঁরা সে বিষয় নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। তবে কিছু শর্ত রয়েছে তাঁদের।
১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ শিকারকাণ্ডে সলমন খানের নাম জড়িয়েছিল। এর ‘বদলা নিতে’ সলমনকে খুনের হুমকি দেয় লরেন্স বিষ্ণোই গোষ্ঠী। গত বছর জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) জানিয়েছিল, জেলবন্দি গ্যাংস্টার বিষ্ণোই যে ১০ জনকে ‘খতম তালিকা’য় রেখেছেন, তাঁদের মধ্যে প্রথমেই রয়েছে সলমনের নাম। এর মাঝেই চলতি বছর অভিনেতার বাড়িতে গুলি চালানোর মত কাণ্ড ঘটান তাঁরা। এই ঘটনার পর থেকে ইতিমধ্যে ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ।
তবে এবার ভাইজানকে ক্ষমা করে দিবেন তারা জন্য সালমান খান, বিষ্ণোই সমাজের কাছে ক্ষমা চাইতে হবে। শুধু তাই নয়, তাঁদের মন্দিরে এসে ক্ষমা চাইতে হবে। শপথ নিতে হবে, ভবিষ্যতে এমন ভুল করবে না। এখানেই শেষ নয়, বন্যপ্রাণ সংরক্ষণের কাজে ব্রতী হতে হবে। তবে তাঁকে ক্ষমা করার কথা ভাববে তাঁরা। এখন এই শর্তে বলিউডের অভিনেতা সালমান ভাইজান তথা টাইগার কি প্রতিক্রিয়া দেন নাকি প্রতিবারের মতো এবারেও চুপ থাকেন সেটাই দেখার।