
অপরূপা কাঞ্জিলাল, ওঙ্কার বাংলাঃ বলিউডের ভাইজান। যার সঙ্গে অভিনয় করতে গিয়ে বিভিন্ন অভিনেত্রীরা পেয়েছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার উপহার। বলা হয় তার কাছে যে নাকি কেউ খালি হাতে ফেরে না। তিনি কোটি কোটি টাকার মালিক সালমান খান। অথচ কোটি কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও এক কামরার একটা ছোট ফ্ল্যাটেই থাকেন সালমান! কেন তিনি কেবলমাত্র এক কামরার ফ্ল্যারটেই থাকেন?
বলিউড তারকাদের প্রথম সারিতে যাদের নাম আছে, তাদের মধ্যে অন্যতম হলো সালমান খান। ৫৭ এ পা দিয়েও তিনি বিয়ের পিঁড়িতে বসেননি। যদিও বহুবার প্রেমে পরেছেন সলমন। কখনও ঐশ্বর্য, কখনও ক্যাটরিনা আবার কখনও পূজা।
প্রথমসারির অভিনেতা হওয়ায় সলমন খানের পারিশ্রমিকও অন্যান্য বলিউড তারকাদের অনেক বেশি। কোটি কোটি টাকা রোজগার করেন তিনি। তাছাড়াও বক্স অফিসেও তার ছবি মানেই হিট নিশ্চিত।
ভারতীয় দর্শক তাকে ‘ভাইজান’ বলেই চেনেন। জনপ্রিয় তারকা হওয়ার সত্ত্বেও খুব সাদামাটা জীবনযাপন করতেই পছন্দ করেন সলমন। প্রতিমাসে প্রায় ১৬ কোটি টাকা উপার্জন করেন। তিনি চাইলেই বিলাসবহুল জীবনযাপন করতে পারেন। কিন্তু একটি ছোট কামরার ফ্ল্যাটেই থাকেন তিনি। এর কারণ জানতে চাইলে সালমান জানায়,কখনও কখনও সেই জিনিস গুলোতেই বেশি ব্যয় হয় যেগুলো আপনি ব্যবহার করেন” সলমনের এই জবাব থেকে স্পষ্ট বোঝা যায় যে তিনি অর্থ অপচয় করা একদম পছন্দ করেন না।
মঙ্গলবার থেকে শুরু হয়েছে কলকাতা চলচ্চিত্র উৎসব আর সেখানে এসে মুখ্যমন্ত্রীর বাড়ি প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি আবারও একবার উল্লেখ করেছেন ভাইজানের বক্তব্য, দিদির বাড়ি দেখার ইচ্ছা ছিল তার কারণ তিনি দেখতে চেয়েছিলেন সবাই বলে তার বাড়ি ভীষণ ছোট তাই তিনি দেখতে চেয়েছিলেন দিদির বাড়ি তার বাড়ি থেকে ছোট কিনা তিনি দেখেছেন মুখ্যমন্ত্রীর বাড়ি সত্যি সালমানের নিজের বাড়ি থেকেও ছোট।