
অপরূপা কাঞ্জিলালাঃ টার্গেট ভাইজান। ঈদের আনন্দের পরেই আতঙ্ক গ্যালাক্সি এপার্টমেন্টে। গুলি চালিয়ে প্রাণে মারার হুমকি সালমান খানকে।
রবিবার সকাল ৫:০০ টায়। ভোররাতে সলমন খানের বাড়ির সামনে পুলিশ মোতায়েন থাকা সত্বেও দুই ব্যক্তি এসে প্রকাশ্যে গুলি চালিয়ে যায়। আর তারপরই হইচই পড়ে যায় গোটা ঘটনাকে কেন্দ্র করে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে পর্যন্ত ভাইজানকে ফোন করে আপডেট নিয়েছেন। নিরাপত্তা বাড়ানোর আশ্বাস দিয়েছেন।ইতিমধ্যেই এই ঘটনার দায় স্বীকার করে নিয়েছে বিষ্ণোই গ্যাং। সলমন খানের বাড়ির আশপাশে নিরাপত্তার জন্য একাধিক সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। আর তাতেই এদিন ধরা পড়ে কীভাবে বাইকে করে এসে দুই ব্যক্তি সলমন খানের বাড়ির উদ্দেশ্যে গুলি ছোড়েন। এই ঘটনায় যে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে গোটা ঘটনার সেখানে দেখা যাচ্ছে দুই ব্যক্তি বাইকে করে যেতে যেতে আচমকাই বাইকের গতি কমিয়ে দেন সলমনের বাড়ির কাছে এসে। তারপরই এক ব্যক্তি বাইক ধীর গতিতে চালাতে থাকেন, অন্যদিকে আরেকজন বন্দুক নিয়ে তাক করেন। এবং সলমন খানের বাড়িকে উদ্দেশ্যে করে গুলি করেন, তাও একবার নয় বেশ কয়েকবার। তারপরই বাইক নিয়ে চম্পট দেন তাঁরা সেখান থেকে।এদিন এক সলমন খান ভক্ত সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো শেয়ার করে লেখেন, ‘যে ব্যক্তিরা ভাইয়ের গ্যালাক্সির সামনে গুলি চালিয়েছিল তাঁদের আরও একটি ক্লিপ। এঁদের ছেড়ে দেওয়া উচিত না। আমরা সলমন খানকে ভালোবাসি।’
সূত্রের তরফে জানা গিয়েছে এই কাজটি বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত থাকা রোহিত গোদারা করেছেন। সিসিটিভি ফুটেজের সাহায্যে পুলিশ হামলাকারীদের চিহ্নিত করতে সক্ষম হয়েছে। এঁদের মধ্যে আরেকজন ছিলেন বিশাল ওরফে কালু। তাঁরা সকলেই রাজস্থানের বিষ্ণোই গ্যাংয়ের সদস্য। ইতিমধ্যেই এই ঘটনার পর একটি FIR দায়ের করা হয়েছে। কেসটি বর্তমানে ক্রাইম ব্রাঞ্চ দেখছে। তবে জানা গিয়েছে এই দুই অভিযুক্তই বর্তমানে মুম্বই থেকে চম্পট দিয়েছে।
এদিন এনআইয়ের একটি রিপোর্টে জানানো হয়েছে ভোর ৫টা নাগাদ দুজন ব্যক্তি সলমন খানের বাড়ির সামনে এসে গুলি চালিয়েছেন। প্রসঙ্গত বিষ্ণোই গ্যাংয়ের তরফে এই ঘটনার দায় স্বীকার করা হয়েছে। অভিনেতাকে সাবধান করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন তাঁরা। জানিয়েছেন এটাই শেষবার যখন তাঁরা সলমনকে সাবধান করলেন। স্বাভাবিকভাবেই কপালে চিন্তার ভাঁজ সালমান খানের পরিবার এবং তার অনুরাগীদের।