
ওঙ্কার ডেস্ক:শর্মিলা ঠাকুরের নাম উঠলেই চোখে ভেসে ওঠে আভিজাত্য, ব্যক্তিত্ব পূর্ণ এক অভিনেত্রীর ছবি।এই বয়সেও তার গ্ল্যামার টেক্কা দিতে পারে যেকোনো নতুন প্রজন্মের অভিনেত্রীকে। গ্ল্যামার হোক বা অভিনয় সবেতেই এখনকার নায়িকাদের থেকে কয়েক কদম এগিয়ে থাকবেন শর্মিলা । সমাজের চোখ রাঙানিকে উপেক্ষা করে ,নিজের ব্যক্তিত্ব বজায় রেখে বারবার করেছেন দুঃসাহসিক কাজ। অভিনয় জীবন হোক ও ব্যক্তিগত ক্ষেত্রে ,সব ক্ষেত্রেই পাওয়া যায় তার নিজস্বতার ছাপ । কিন্তু একটি বিষয় দীর্ঘদিন লুকিয়ে রেখেছিলেন তিনি। অবশেষে জাতীয় টেলিভিশনে সেই কথা জানালেন শর্মিলা ।
ক্যানসারে আক্রান্ত হয়েছেন শর্মিলা ।একটা সময় মারণরোগ ক্যানসারের সঙ্গে লড়াই করতে হয়েছে এই প্রবীণ অভিনেত্রীকে। তার এই অসুস্থতার কথা কাউকে জানাননি তিনি।। সুস্থ হওয়ার পর কফি উইথ করণ শো তে এই কথা ফাঁস করেন তিনি। এই শোয়ে অভিনেতা ছেলে সইফ আলি খানের সঙ্গে এসেছিলেন অভিনেত্রী , সেখানেই প্রথম একথা জানান শর্মিলা।