
ওঙ্কার ডেস্ক:বাংলাদেশে হিন্দুদের অত্যাচার নিয়ে সরব হলেন বলিউড অভিনেতা সোনু সুদ । সোনু তার আসন্ন ছবি ‘ফতেহ’ র প্রচার করছেন দেশ জুড়ে। সেই উদ্দেশ্যেই সম্প্রতি গিয়েছিলেন মধ্যপ্রদেশের ইন্দোরে । সেখানে “ফতেহ” ছবির একটি প্রমোশনাল প্রোগ্রামের আয়োজন করা হয়েছিলো ।এরপর তিনি উজ্জয়িনীতে যান,যেখানে তিনি বাবা মহাকালের কাছে পুজো দেন এবং তার ছবি ‘ফতেহ’-এর সাফল্যের জন্য প্রার্থনা করেন।প্রচারের ফাঁকে সোনু সুদ সংবাদ মাধ্যমের কাছে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন । সোনু বলেন
‘ভারতে অনেক ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করেন। কিন্তু এখানে কোনো সমস্যা হয়না।আমাদের উচিত দেশের প্রতিটি মানুষের প্রতি সম্মান প্রদর্শন করা এবং দেশে শান্তির পরিবেশ বজায় রাখা।’’ পাশপাশি অভিনেতা আরো বলেন, ‘‘ হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে বাংলাদেশ।আমাদের এর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত’’ ।জনপ্রিয় এই অভিনেতার মন্তব্য ব্যাপক আলোড়ন ফেলেছে সোশ্যাল মিডিয়ায়।