
নিজস্ব সংবাদদাতাঃ এসএসসি ভবন চত্বরে চাকরিহারাদের অনশন মঞ্চ থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখে “গো ব্যাক” শ্লোগান উঠল। ২০২১ সালে হাই কোর্টের তৎকালীন বিচারপতি অভিজিতের এজলাসেই প্রথম উঠেছিল এস এস সি দুর্নীতি মামলা। বস্তুত, তাঁর এজলাশে বিচার চলাকালীন এস এস সি কাণ্ড প্রকাশ্যে আসে। সেই মামলার পরিণতিকালে তাঁকেই ধিক্কার জানালেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। শুক্রবার ন্দোলনকারীদের পক্ষ থেকে তাঁকেই দেওয়া হল ‘গো-ব্যাক’ স্লোগান ! যদিও অভিজিৎ মনে করছেন, যারা তাঁর বিরুদ্ধে স্লোগান দিয়েছেন তাঁরা আসলে চাকরিহারা নন, তাঁরা এসইউসি-সিপিএম পার্টির কর্মী।
গত বুধবার এসএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশের দাবি জানিয়েছিলেন। এদিন রাজ্য সরকারকে ২ ঘণ্টার ‘ডেডলাইন’ও দেন তিনি। বলেছিলেন, এর মধ্যে যদি রাজ্য এসএসসি-কে এই বিষয়ে নির্দেশিকা না পাঠায়, তা হলে বুঝতে হবে চাকরি ফেরানোর ইচ্ছে নেই তাঁদের। পরবর্তী ক্ষেত্রে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন অভিজিৎ।
এদিন অনশনরত শিক্ষকদের মঞ্চ থেকে ‘গো-ব্যাক’ স্লোগান ওঠায় ভীষণ ক্ষুব্ধ হন বিজেপি সাংসদ। সাংবাদিকদের কাছে তাঁর ক্ষোভ উগরে দেন তিনি। তিনি বলেন, ”আন্দোলনের দখলদারি নিতে চায় ওরা”। একই আচরণ তারা আরজি কর আন্দোলনের সময়ও করেছিল বলে জানান অভিজিৎ। তাঁর সাফ কথা, এদের আমি পিঁপড়ের চেয়ে বেশি গুরুত্ব দিই না।’