
নিজস্ব সংবাদদাতা : নিজেদের পিঠ বাঁচাতে গিয়ে অযোগ্যদের আড়াল করতে চাইছে সরকার। যোগ্যদের বেতন দেওয়ার কথা বললেও, তালিকা প্রকাশে এত লুকছাপ কেন ? প্রশ্ন তুলেছেন চাকরিহারা শিক্ষকরা। একই সঙ্গে হুংকার তুলেছেন, কমিশন, পর্ষদ কাউকেই ছাড়া হবে না। পরিস্থিতি ক্রমেই অগ্নিগর্ভ হয়ে উঠছে। কার্যত হতাশ চাকরিহারাদের চোখে মুখে ছেয়ে আছে ‘করেঙ্গে ইয়া মরেঙ্গে’র অভিব্যক্তি। তাঁদের সাফ কথা, এর শেষ দেখে ছাড়ব।
সোমবার সন্ধ্যে থেকেই সল্টলেকে আচার্য সদনের সামনে অবস্থান চালিয়ে যাচ্ছেন চাকরি হারানো শিক্ষক-শিক্ষিকারা। গতকাল রাতভর খোলা আকাশের নিচে রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ জারি রেখেছে আন্দোলনকারীরা। মঙ্গলবার যত বেলা বাড়ছে ততই বাড়ছে শিক্ষকদের আন্দোলনের ঝাঁজ। এসএসসি ভবনের সামনে রাতভর আন্দোলনের জন্য ভবনের ভেতরেই আটকে রয়েছেন কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সহ অন্যান্য আধিকারিকরা।
আবার অন্যদিকে করুণাময়ীর মধ্যশিক্ষা পর্ষদের অফিসের সামনে চাকরিহারা অশিক্ষক কর্মীদের চলছে অবস্থান বিক্ষোভ। চাকরি ফিরে পাওয়ার দাবিতে সোমবার সন্ধ্যের সাতটা থেকে অবস্থান বিক্ষোভ । অনশন চালিয়ে যাচ্ছেন ৮ জন অশিক্ষক কর্মী। মধ্যশিক্ষা পর্ষদের অফিসের বাইরে অবস্থান বিক্ষোভ চালাচ্ছে চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা। তাদের এই অবস্থান বিক্ষোভ চালানোর পিছনে একটাই অভিযোগ, অযোগ্যদের বাঁচানোর জন্য চক্রান্ত চালাচ্ছে রাজ্য সরকার। যোগ্যদের বেতন দেওয়ার কথা বললে কেন তালিকা প্রকাশ নয় ? প্রশ্ন তুলেছেন তাঁরা।
এই পরিস্থিতিতে আন্দোলনকারী এক চাকরিহারা সুর চড়ালেন। তিনি বলেন, “উনি প্রতারণা করলেন কেন ? উনি তো বলেছিলেন, যোগ্য-অযোগ্য তালিকা দেবেন। কাউন্সেলিংয়ের ভিত্তিতে তিনি কেন এই বিভাজনটা করতে চাইলেন ? ১২১২ আর ৪০৯১… ইললিগ্যাল…তাঁদের সংখ্যাটা প্রকাশ না করে কাউন্সেলিংয়ের ভিত্তিতে তিনি কেন যোগ্য-অযোগ্য বিভাজনটা করতে চাইলেন ? আমাদের সন্তানরা কী খাবে ? কোনও ঠিক নেই। আমাদের পরিবারের মুখে কীভাবে অন্ন তুলে দেব ? আমাদের EMI, মাইনে হবে কি না নিশ্চয়তা নেই। ওঁরা বসে বসে বিরিয়ানি খাবেন, চা-বিস্কুট খাবেন ? আমাদের পেটে খিদে নেই ? আমরা ছেড়ে দেব না। এর শেষ দেখে ছাড়ব। কমিশন, পর্ষদ কাউকে ছেড়ে কথা বলব না। আগুন জ্বলে যাব।”
যোগ্যদের তালিকা প্রকাশ করতে না পারায় গতকাল থেকে এসএসসি ভবনের সামনে চাকরি হারাদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। অবস্থান বিক্ষোভের পাশাপাশি পুলিশদের সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ছেন শিক্ষকরা। সারারাত অবস্থান বিক্ষোভের পরেও টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিহারা শিক্ষকরা ।
এই পরিস্থিতিতে SSC চেয়ারম্যানও বিবৃতি দিয়ে জানিয়েছেন, ‘যারা ক্লাস নিচ্ছেন, সেই শিক্ষকদের নিয়ম অনুযায়ী বেতন পাবেন’। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই চলবে স্কুল সার্ভিস কমিশন। চাকরিহারাদের বিক্ষোভের মধ্যেই মধ্যরাতে এই বিবৃতি দেয় কমিশন।