
ওঙ্কার ডেস্ক: সব জল্পনার অবসান। অবশেষে বিশেষ বিমানে করে ভারতে আনা হচ্ছে ২৬/১১ মুম্বই হামলার মূল চক্রী তাহাউর রানাকে। সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট তাঁর প্রত্যর্পণের উপর স্থগিতাদেশ চেয়ে আবেদন নাকচ করে দিয়েছে। সমস্ত আইনি লড়াই শেষ হয়ে যাওয়ার পর এই কুখ্যাত সন্ত্রাসীকে এবার ভারতের হাতে তুলে দিতে চলেছে ট্রাম্প প্রশাসন। সূত্রের খবর, রানাকে নিয়ে বুধবার রাতে অথবা বৃহস্পতিবার ভোরে বিমানটি ভারতের মাটি ছোঁবে।
প্রত্যর্পণে স্থগিতাদেশ চেয়ে গত মার্চ মাসেও মার্কিন সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন তাহাউর রানা। কিন্তু সেবারেও তাঁর আবেদন খারিজ করে দেয় কোর্ট। আদালতে রানা বলেছিলেন, মুসলিম হওয়ার কারণে তাঁকে ভারতে অত্যাচার করা হবে।
তাহাউর রানা পাকিস্তানি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক। ২৬/১১ মুম্বই হামলার ষড়যন্ত্রকারী পাকিস্তানি-আমেরিকান সন্ত্রাসী ডেভিড কোলম্যান হেডলির সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে। গত ফেব্রুয়ারিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করে যৌথ সাংবাদিক সম্মেলনে রানা প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, ‘আমার প্রশাসন বিশ্বের একজন চক্রান্তকারী এবং অত্যন্ত খারাপ লোকের প্রত্যর্পণের অনুমোদন দিয়েছে।’ ট্রাম্প আরও জানান বিচারের মুখোমুখি করার জন্য তাহাউর রানাকে ভারতে পাঠানো হচ্ছে। প্রসঙ্গত, ২০০৮ সালে ২৬ নভেম্বর, ১০ জন পাকিস্তানি সন্ত্রাসীর একটি দল মুম্বইয়ে হামলা চালায়। প্রায় ৬০ ঘন্টা ধরে চলা সেই হামলায় ১৬৬ জনকে খুন করা হয়েছিল।