
ওঙ্কার ডেস্ক- ভ্যালেন্টাইনস ডে’তে গোলাপ নয় কন্ডোম বিক্রিতে তৈরি হয়েছে রেকর্ড । ভালোবাসা দিবসে গোলাপ, চকলেটের পাশাপাশি পাল্লা দিয়ে এখন চাহিদা বাড়ছে কনডমেরও। বিশেষ করে অনলাইন সাইটগুলোতে বিশেষ অফার ও ছাড়ের জন্য কন্ডোমের চাহিদা আকাশছোঁয়া।
বেশ কিছু অনলাইন সাইট প্রেম দিবস উপলক্ষে তাদের ওয়েবসাইটের থিমেও বদল এনেছিল। ভ্যালেন্টাইনস মোডে সেজেছিল সাইটগুলো। সাইটে প্রেমের বিভিন্ন উপহার সামগ্রী সহ কন্ডোমও বিক্রি হয়েছে। মূলত কন্ডোমের দাম যেখানে সাধারণত বেশি থাকে, সেই তুলনায় ভ্যালেন্টাইনস ডে-তে তা কম দামে বিক্রি হয়েছে। ২০%-৫৫% ছাড় দিয়ে কন্ডোম বিক্রি করা হয়েছে। মাত্র ৮ টাকায় এক পিস কন্ডোম বিক্রি হয়েছে একটি সাইটে। কয়েক মিনিটের মধ্যে সেই সাইটে প্রচুর পরিমাণে অর্ডারও আসে। শুধু তাই নয়, অনলাইনে ফ্লেভারের কন্ডোমও বিক্রি করা হয়েছে। ভ্যানিলা এবং স্ট্রবেরি ফ্লেভারের কন্ডোম বিক্রি হয়েছে খুব কম দামে। বিশেষ করে ৮০ টাকায় ১০ পিস পর্যন্ত বিক্রি হয়েছিল।
তবে শুধু কন্ডোম বা গোলাপ নয়, ভ্যালেন্টাইনস ডে-তে লাল বেলুন, সুগন্ধী পারফিউমের বিক্রি ছিল চোখে পড়ার মতো। এই উপহারেও ছিল নানা ধরনের বিশেষ অফার ছিল, যা অনলাইনে এবং দোকানে বিক্রি হয়েছে।