
ওঙ্কার ডেস্কঃ নতুন বছরের শুরুতে আরও এক ছবির খোঁজ দিলেন অভিনেতা তথা পরিচালক তথাগত মুখোপাধ্যায়। হারিয়ে যাওয়া বাঙালিদের গল্প ‘রাস’। এই প্রথম একসঙ্গে জুটি বাঁধতে চলেছে বিক্রম চট্টোপাধ্যায় ও দেবলীনা কুমার। পরিচালক তথাগত মুখোপাধ্যায় বরাবরই অন্য ধারার গল্প বলেন। পরিচালকের অন্য ছবি ভটভটি, পারিয়া এবং ইউনিকর্ন দর্শকদের মন জয় করেছে।
ছবির প্রথম ঝলক আসে গত বছর নভেম্বরে। অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, ‘কিছুই কি হারিয়ে যায়? আসলে তো সবই থেকে যায়, সবাই থেকে যায়। শুধু ভিতর থেকে ডাক আসে “একলা নিতাই” হওয়ার- “রাস – হারিয়ে যাওয়া বাঙালিদের গল্প।।’
এবার নতুন বছরের শুরুতে পরিচালক ও কলাকুশলীরা ‘রাস’ ছবির শুটিং শুরুর খবর দিলেন সমাজমাধ্যমে। এই গল্প হবে প্রেম বন্ধুত্বের। ছবিতে অন্যান্য ভূমিকায় রয়েছেন পারিজাত চৌধুরী, দেবপ্রসাদ হালদার,সুমিত দত্ত, দেবাশিস রায়, সুচন্দ্রা বন্দোপাধ্যায়, সুরাইয়া পারভিন, স্বাতী মুখোপাধ্যায়, মৌসুমী অধিকারী, ঋক দেব, বিমল গিরি, পাপিয়া পাল, ঋষভ চক্রবর্তী, রিয়াঙ্কা রায়, পামেলা কাঞ্জিলাল, ঐশ্বর্য পাল, নিলয় সমীরণ নন্দী, সর্বদমন সোম, বিশ্বজিৎ রয়, জয়ন্ত ভট্টাচার্য, সত্রাবিত পাল,সঞ্জিতা।