
ওঙ্কার ডেস্ক :অভিনয় থেকে অবসর নিচ্ছেন না বিক্রান্ত মাসে । অবসরের কথা ঘোষণার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ভোলবদল অভিনেতার। সোমবার তার অভিনয় ছেড়ে দেওয়ার কথা জানানোর পরই শোরগোল পড়ে গিয়েছিলো দেশ জুড়ে। কিন্তু মঙ্গলবার পুরো ১৮০ ডিগ্রি ঘুরে অভিনেতা জানিয়ে দিলেন, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে,তিনি অভিনয় চালিয়ে যাবেন। সোমবার অনুরাগীদের অবাক করে হঠাৎই অভিনয় জীবন থেকে সন্ন্যাস নেওয়ার কথা জানিয়েছিলেন বিক্রম নিজেই। কিন্তু, সেই ঘোষণার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে অবস্থান বদল করে মঙ্গলবার অভিনেতা সাফ জানিয়ে দিলেন , তিনি এই কথা বলতে চাননি তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। তিনি দীর্ঘদিন বিশ্রাম নিতে চান তবে চিরকালের মতো নয়।উল্লেখ্য সোমবারই নরেন্দ্র মোদী এবং অন্যান্য মন্ত্রীদের সঙ্গে “সবরমতী রিপোর্ট” ছবিটি দেখেন বিক্রান্ত।তবে সিনেমাটি দেখার সময় অবসর নিয়ে কোন কথা বলেন নি তিনি