
নিজস্ব সংবাদদাতা : বৃহস্পতিবার সন্ধ্যায় বৃষ্টির জেরে গরম থেকে কিছুটা স্বস্তি পেয়েছে বঙ্গবাসী । গত কয়েকদিন ধরেই সন্ধ্যার পর থেকে শুরু হচ্ছে ঝড় বৃষ্টি। সেই মতো। শুক্রবারেও কলকাতা সহ বিভিন্ন জেলায় কালবৈশাখের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সোম থেকে শুরু হবে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা। সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলা গুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে ২০ এপ্রিল পর্যন্ত রাজ্যের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। ২১ এপ্রিল দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলোতেও বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে ।
শুক্রবার কালবৈশাখী দেখা দিতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা,পূর্ব বর্ধমান , হুগলি , হাওড়া এবং কলকাতা জেলাতে। ভারী বৃষ্টির সতর্কতা তিন জেলায়-পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও হুগলিতে।
অন্যদিকে শুক্রবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও দমকা ঝড় বাতাস বইতে পারে উত্তরবঙ্গে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে। কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। শনিবার ও রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং ,কালিম্পং , জলপাইগুড়ি ,মালদা ও দুই দিনাজপুর জেলাসহ সবজেলাতেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার পর্যন্ত টানা বৃষ্টি চলবে উত্তরবঙ্গে।
হাওয়া অফিস জানিয়েছে আগামীকালের তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না। ঝড় বৃষ্টির জন্য তাপমাত্রা সামান্য কমবে। কিন্তু রোদ উঠলে আবার তাপমাত্রা হুহু করে বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
কলকাতায় বিকেলের পর দমকা হাওয়া ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতে বৃষ্টি না হলে তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানা যাচ্ছে। হাওয়া অফিস সূত্রে জানা গেছে শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২২ ডিগ্রি সেলসিয়াস এর কাছে।