
ওঙ্কার ডেস্ক: চলতি গোটা সপ্তাহ জুড়েই ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যে। নববর্ষেও রয়েছে দুর্যোগের আশঙ্কা। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। অর্থাৎ নববর্ষে গরমের হাত থেকে কিছুটা হলেও স্বস্তি পেতে চলেছে দক্ষিণবঙ্গবাসী। স্বস্তির আবহাওয়া বজায় থাকবে দক্ষিণের সব জেলাতেই।
আবহাওয়া অফিস জানাচ্ছে, ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আগামী ১৭ই এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার সঙ্গে বইতে পারে দমকা ঝড়ো হাওয়া।সোমবার থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ায়। বুধবারেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে।
হাওয়া অফিস জানাচ্ছে, চলতি সপ্তাহে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, বিহার এবং বাংলাদেশের উপরে রয়েছে নিম্নচাপ বলয়। যার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে। ফলে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে দক্ষিণবঙ্গে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
তবে নববর্ষে উত্তরবঙ্গে বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। উত্তরের প্রায় সব জেলাতেই বুধবার থেকে শুরু হতে পারে বৃষ্টি বলেই জানিয়েছেন আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা।