
ওঙ্কার ডেস্ক: বিচ্ছেদের চার বছর পর মুখ খুললেন বরখা বিস্ত। সম্প্রতি এক পডকাস্টে নিজেকে উজাড় করেছেন অভিনেত্রী। প্রাক্তন স্বামীর পরকীয়া থেকে শুরু করে মেয়ে মীরার ‘কো প্যারেন্টিং’ সব কিছু নিয়েই মুখ খুলেছেন তিনি।
সিদ্ধার্থ কান্নানের পডকাস্টে তিনি জানিয়েছেন, একমাত্র মেয়েকে কো-প্যারেন্টিং কীভাবে করছেন তাঁরা। কোনও কিছু না লুকিয়েই “না আমরা কো-প্যারেন্টিং করছি না। আমাদের জীবন থেকে ও গায়েব হয়ে গিয়েছে। সরে গিয়েছে। মীরা নিজেও এই ব্যাপারটা সঙ্গে মানিয়ে নিয়েছে। অনেকেই ভাবছেন, আমিই হয়তো চাইনি মীরা ওর সঙ্গে কথা বলুক। ব্যাপারটা এরকম নয়, আমি এখনও ইন্দ্রনীলকে ভালবাসি। সম্মান হয়তো নেই, তবে ভালবাসা এখনও আছে। দীর্ঘদিন একসঙ্গে কাটিয়েছি আমরা। আমি কখনওই চাইব না যে বাবার সঙ্গে মেয়ের সম্পর্ক খারাপ হোক।”
প্রথমবার বরখা ঈশা সাহার সঙ্গে ইন্দ্রনীলের পরকীয়ার গুঞ্জন নিয়েও মুখ খুলেছেন। তিনি বলেন, “ইন্দ্রনীল একটা সিদ্ধান্ত নিয়েছে। হয়তো এখন ও কোনও যুক্তি দিতে পারবে। তিনি আরও বলেন, মন ভেঙে যাওয়া বলে না, আমি অনুভব করেছি। মানুষের প্রতি আমার বিশ্বাস উঠে গিয়েছে। সবচেয়ে খারাপ কাজ হল, বিশ্বাস ভেঙে দেওয়া। কারণ একজন নারীর কাছে বেইমানি কখনওই স্বাগত নয়।”
ভালবেসেই বিয়ে করেছিলেন ইন্দ্রনীল-বরখা। যদিও ২০২১-এর পর থেকেই সব সমীকরণ বদল ঘটে। শোনা যায়, ‘তরুলতার ভূত’ নামক এক সিনেমায় অভিনয় করতে গিয়েই নাকি প্রেমে পড়েন ইন্দ্রনীল ও ঈশা। যদিও প্রেমের কথা কেউই স্বীকার করেননি কোনওদিন। ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করতে চান না বলেই জানিয়েছেন ইন্দ্রনীল।